সূরা আল ফাজর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আল ফাজর

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

সূরা আল ফাজর

وَالۡفَجۡرِۙ‏﴿۱﴾

সূরা আল ফাজর

৮৯-১ : শপথ ঊষার,

সূরা আল ফাজর

وَلَيَالٍ عَشۡرٍۙ‏﴿۲﴾

সূরা আল ফাজর

৮৯-২ : শপথ দশ রজনীর,

সূরা আল ফাজর

وَّالشَّفۡعِ وَالۡوَتۡرِۙ‏﴿۳﴾

সূরা আল ফাজর

৮৯-৩ : শপথ জোড় ও বেজোড়ের

সূরা আল ফাজর

وَالَّيۡلِ اِذَا يَسۡرِ‌ۚ‏﴿۴﴾

সূরা আল ফাজর

৮৯-৪ : এবং শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে -

সূরা আল ফাজর

هَلۡ فِىۡ ذٰلِكَ قَسَمٌ لِّذِىۡ حِجۡرٍؕ‏﴿۵﴾

সূরা আল ফাজর

৮৯-৫ : নিশ্চয়ই ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য।

সূরা আল ফাজর

اَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۙ‏﴿۶﴾

সূরা আল ফাজর

৮৯-৬ : তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের -

সূরা আল ফাজর

اِرَمَ ذَاتِ الۡعِمَادِۙ‏﴿۷﴾

সূরা আল ফাজর

৮৯-৭ : ইরাম গোত্রের প্রতি - যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসোয়াদের?

সূরা আল ফাজর

الَّتِىۡ لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِى الۡبِلَادِۙ ‏﴿۸﴾

সূরা আল ফাজর

৮৯-৮ : যাহার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই;

সূরা আল ফাজর

وَثَمُوۡدَ الَّذِيۡنَ جَابُوا الصَّخۡرَ بِالۡوَادِۙ ‏﴿۹﴾

সূরা আল ফাজর

৮৯-৯ : এবং সামূদের প্রতি, যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল;

সূরা আল ফাজর

وَفِرۡعَوۡنَ ذِى الۡاَوۡتَادِۙ ‏﴿۱۰﴾

সূরা আল ফাজর

৮৯-১০ : এবং বহু সৈন্য - শিবিরের অধিপতি ফির‘আওনের প্রতি?

সূরা আল ফাজর

الَّذِيۡنَ طَغَوۡا فِى الۡبِلَادِۙ ‏﴿۱۱﴾

সূরা আল ফাজর

৮৯-১১ : যাহারা দেশে সীমালংঘন করিয়াছিল,

সূরা আল ফাজর

فَاَكۡثَرُوۡا فِيۡهَا الۡفَسَادَۙ‏﴿۱۲﴾

সূরা আল ফাজর

৮৯-১২ : এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল।

সূরা আল ফাজর

فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ۙۚ‏﴿۱۳﴾

সূরা আল ফাজর

৮৯-১৩ : অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কশাঘাত হানিলেন।

সূরা আল ফাজর

اِنَّ رَبَّكَ لَبِالۡمِرۡصَادِؕ‏﴿۱۴﴾

সূরা আল ফাজর

৮৯-১৪ : তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন।

সূরা আল ফাজর

فَاَمَّا الۡاِنۡسَانُ اِذَا مَا ابۡتَلٰٮهُ رَبُّهٗ فَاَكۡرَمَهٗ وَنَعَّمَهٗ  ۙ فَيَقُوۡلُ رَبِّىۡۤ اَكۡرَمَنِؕ‏﴿۱۵﴾

সূরা আল ফাজর

৮৯-১৫ : মানুষ তো এইরূপ যে, তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন।’

সূরা আল ফাজর

وَاَمَّاۤ اِذَا مَا ابۡتَلٰٮهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهٗ ۙ فَيَقُوۡلُ رَبِّىۡۤ اَهَانَنِ‌ۚ‏﴿۱۶﴾

সূরা আল ফাজর

৮৯-১৬ : এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিযিক সংকুচিত করিয়া, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন।’

সূরা আল ফাজর

كَلَّا‌ بَلۡ لَّا تُكۡرِمُوۡنَ الۡيَتِيۡمَۙ ‏﴿۱۷﴾

সূরা আল ফাজর

৮৯-১৭ : না, কখনও নয়। বরং তোমরা ইয়াতীমকে সম্মান কর না,

সূরা আল ফাজর

وَلَا تَحٰٓضُّوۡنَ عَلٰى طَعَامِ الۡمِسۡكِيۡنِۙ‏﴿۱۸﴾

সূরা আল ফাজর

৮৯-১৮ : এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না,

সূরা আল ফাজর

وَتَاۡكُلُوۡنَ التُّرَاثَ اَكۡلًا لَّـمًّا ۙ‏﴿۱۹﴾

সূরা আল ফাজর

৮৯-১৯ : এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেল,

সূরা আল ফাজর

وَّتُحِبُّوۡنَ الۡمَالَ حُبًّا جَمًّا ؕ‏﴿۲۰﴾

সূরা আল ফাজর

৮৯-২০ : এবং তোমরা ধনসম্পদ অতিশয় ভালবাস;

সূরা আল ফাজর

كَلَّاۤ اِذَا دُكَّتِ الۡاَرۡضُ دَكًّا دَكًّا ۙ‏﴿۲۱﴾

সূরা আল ফাজর

৮৯-২১ : ইহা সংগত নয়। পৃথিবীকে যখন চূর্ণ - বিচূর্ণ করা হইবে,

সূরা আল ফাজর

وَّجَآءَ رَبُّكَ وَالۡمَلَكُ صَفًّا صَفًّا ۚ‏﴿۲۲﴾

সূরা আল ফাজর

৮৯-২২ : এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্‌তাগণও,

সূরা আল ফাজর

وَجِاىْٓءَ يَوۡمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ  ۙ‌ يَوۡمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الۡاِنۡسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكۡرٰىؕ‏﴿۲۳﴾

সূরা আল ফাজর

৮৯-২৩ : সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে, তখন এই উপলব্ধি তাহার কী কাজে আসিবে?

সূরা আল ফাজর

يَقُوۡلُ يٰلَيۡتَنِىۡ قَدَّمۡتُ لِحَـيَاتِى‌ۚ‏﴿۲۴﴾

সূরা আল ফাজর

৮৯-২৪ : সে বলিবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম !’

সূরা আল ফাজর

فَيَوۡمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۙ‏﴿۲۵﴾

সূরা আল ফাজর

৮৯-২৫ : সেই দিন তাঁহার শাস্তির মত শাস্তি কেহ দিতে পারিবে না।

সূরা আল ফাজর

وَّلَا يُوۡثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ؕ‏﴿۲۶﴾

সূরা আল ফাজর

৮৯-২৬ : এবং তাঁহার বন্ধনের মত বন্ধন কেহ করিতে পারিবে না।

সূরা আল ফাজর

يٰۤاَيَّتُهَا النَّفۡسُ الۡمُطۡمَٮِٕنَّةُ  ۖ‏﴿۲۷﴾

সূরা আল ফাজর

৮৯-২৭ : হে প্রশান্তচিত্ত !

সূরা আল ফাজর

ارۡجِعِىۡۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرۡضِيَّةً‌ ۚ‏﴿۲۸﴾

সূরা আল ফাজর

৮৯-২৮ : তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হইয়া,

সূরা আল ফাজর

فَادۡخُلِىۡ فِىۡ عِبٰدِىۙ‏﴿۲۹﴾

সূরা আল ফাজর

৮৯-২৯ : আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,

সূরা আল ফাজর

وَادۡخُلِىۡ جَنَّتِى‏﴿۳۰﴾

সূরা আল ফাজর

৮৯-৩০ : আর আমার জান্নাতে প্রবেশ কর।