بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
নিচের ▶ বাটনে ক্লিক করুনদয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে,
وَالسَّمَآءِ ذَاتِ الۡبُرُوۡجِۙ﴿۱﴾
৮৫-১ : শপথ বুরূজবিশিষ্ট আকাশের,
وَالۡيَوۡمِ الۡمَوۡعُوۡدِۙ﴿۲﴾
৮৫-২ : এবং প্রতিশ্রুতি দিবসের,
وَشَاهِدٍ وَّمَشۡهُوۡدٍؕ﴿۳﴾
৮৫-৩ : শপথ দ্রষ্টা ও দৃষ্টের
قُتِلَ اَصۡحٰبُ الۡاُخۡدُوۡدِۙ﴿۴﴾
৮৫-৪ : ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা
النَّارِ ذَاتِ الۡوَقُوۡدِۙ﴿۵﴾
৮৫-৫ : ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি,
اِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُوۡدٌ ۙ﴿۶﴾
৮৫-৬ : যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল;
وَّهُمۡ عَلٰى مَا يَفۡعَلُوۡنَ بِالۡمُؤۡمِنِيۡنَ شُهُوۡدٌ ؕ﴿۷﴾
৮৫-৭ : এবং উহারা মু’মিনদের সঙ্গে যাহা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল।
وَمَا نَقَمُوۡا مِنۡهُمۡ اِلَّاۤ اَنۡ يُّؤۡمِنُوۡا بِاللّٰهِ الۡعَزِيۡزِ الۡحَمِيۡدِۙ﴿۸﴾
৮৫-৮ : উহারা তাহাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে, তাহারা বিশ্বাস করিত পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে -
الَّذِىۡ لَهٗ مُلۡكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ شَهِيۡدٌ ؕ﴿۹﴾
৮৫-৯ : আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাঁহার ; আর আল্লাহ্ সর্ববিষয়ে দ্রষ্টা।
اِنَّ الَّذِيۡنَ فَتَـنُوا الۡمُؤۡمِنِيۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ يَتُوۡبُوۡا فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ الۡحَرِيۡقِؕ ﴿۱۰﴾
৮৫-১০ : যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা।
اِنَّ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمۡ جَنّٰتٌ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ ؕؔ ذٰلِكَ الۡفَوۡزُ الۡكَبِيۡرُؕ﴿۱۱﴾
৮৫-১১ : অবশ্যই যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহাই মহাসাফল্য।
اِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيۡدٌ ؕ﴿۱۲﴾
৮৫-১২ : তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন।
اِنَّهٗ هُوَ يُبۡدِئُ وَيُعِيۡدُ ۚ﴿۱۳﴾
৮৫-১৩ : তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,
وَهُوَ الۡغَفُوۡرُ الۡوَدُوۡدُۙ﴿۱۴﴾
৮৫-১৪ : এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,
ذُو الۡعَرۡشِ الۡمَجِيۡدُ ۙ﴿۱۵﴾
৮৫-১৫ : আর্শের অধিকারী ও সম্মানিত।
فَعَّالٌ لِّمَا يُرِيۡدُ ؕ﴿۱۶﴾
৮৫-১৬ : তিনি যাহা ইচ্ছা তাহাই করেন।
هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ الۡجُـنُوۡدِۙ﴿۱۷﴾
৮৫-১৭ : তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত -
فِرۡعَوۡنَ وَثَمُوۡدَؕ﴿۱۸﴾
৮৫-১৮ : ফির‘আওন ও সামূদের?
بَلِ الَّذِيۡنَ كَفَرُوۡا فِىۡ تَكۡذِيۡبٍۙ﴿۱۹﴾
৮৫-১৯ : তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত;
وَّاللّٰهُ مِنۡ وَّرَآٮِٕهِمۡ مُّحِيۡطٌۚ﴿۲۰﴾
৮৫-২০ : এবং আল্লাহ্ উহাদের অলক্ষ্যে উহাদেরকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন।
بَلۡ هُوَ قُرۡاٰنٌ مَّجِيۡدٌ ۙ﴿۲۱﴾
৮৫-২১ : বস্তুত ইহা সম্মানিত কুরআন,
فِىۡ لَوۡحٍ مَّحۡفُوۡظٍ﴿۲۲﴾
৮৫-২২ : সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।