সূরা আল আলা

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আল আলা

৮৭-১ : তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,

সূরা আল আলা

৮৭-২ : যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন।

সূরা আল আলা

৮৭-৩ : এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,

সূরা আল আলা

৮৭-৪ : এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন,

সূরা আল আলা

৮৭-৫ : পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন।

সূরা আল আলা

৮৭-৬ : নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না,

সূরা আল আলা

৮৭-৭ : আল্লাহ্‌ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতিত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপন।

সূরা আল আলা

৮৭-৮ : আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।

সূরা আল আলা

৮৭-৯ : উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও;

সূরা আল আলা

৮৭-১০ : যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে।

সূরা আল আলা

৮৭-১১ : আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য,

সূরা আল আলা

৮৭-১২ : যে মহাঅগ্নিতে প্রবেশ করিবে,

সূরা আল আলা

৮৭-১৩ : অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।

সূরা আল আলা

৮৭-১৪ : নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে।

সূরা আল আলা

৮৭-১৫ : এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে।

সূরা আল আলা

৮৭-১৬ : কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,

সূরা আল আলা

৮৭-১৭ : অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী।

সূরা আল আলা

৮৭-১৮ : ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে

সূরা আল আলা

৮৭-১৯ : ইব্‌রাহীম ও মূসার গ্রন্থে।