সূরা আল ইনশিকাক

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আল ইনশিকাক

৮৪-১ : যখন আকাশ বিদীর্ণ হইবে,

সূরা আল ইনশিকাক

৮৪-২ : ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয়।

সূরা আল ইনশিকাক

৮৪-৩ : এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে।

সূরা আল ইনশিকাক

৮৪-৪ : ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাহিরে নিক্ষেপ করিবে ও শূন্যগর্ভ হইবে।

সূরা আল ইনশিকাক

৮৪-৫ : এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হইবেই।

সূরা আল ইনশিকাক

৮৪-৬ : হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাক, পরে তুমি তাঁহার সাক্ষাৎ লাভ করিবে।

সূরা আল ইনশিকাক

৮৪-৭ : যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে

সূরা আল ইনশিকাক

৮৪-৮ : তাহার হিসাব - নিকাশ সহজেই লওয়া হইবে

সূরা আল ইনশিকাক

৮৪-৯ : এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরিয়া যাইবে;

সূরা আল ইনশিকাক

৮৪-১০ : এবং যাহাকে তাহার ‘আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎদিক হইতে দেওয়া হইবে

সূরা আল ইনশিকাক

৮৪-১১ : সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে;

সূরা আল ইনশিকাক

৮৪-১২ : এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে;

সূরা আল ইনশিকাক

৮৪-১৩ : সে তো তাহার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,

সূরা আল ইনশিকাক

৮৪-১৪ : সে তো ভাবিত যে, সে কখনই ফিরিয়া যাইবে না;

সূরা আল ইনশিকাক

৮৪-১৫ : নিশ্চয়ই ফিরিয়া যাইবে; তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।

সূরা আল ইনশিকাক

৮৪-১৬ : আমি শপথ করি অস্তরাগের,

সূরা আল ইনশিকাক

৮৪-১৭ : এবং রাত্রির আর উহা যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার,

সূরা আল ইনশিকাক

৮৪-১৮ : এবং শপথ চন্দ্রের, যখন ইহা পূর্ণ হয়;

সূরা আল ইনশিকাক

৮৪-১৯ : নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে।

সূরা আল ইনশিকাক

৮৪-২০ : সুতরাং উহাদের কি হইল যে, উহারা ঈমান আনে না

সূরা আল ইনশিকাক

৮৪-২১ : এবং উহাদের নিকট কুরআন পাঠ করা হইলে উহারা সিজ্‌দা করে না?

সূরা আল ইনশিকাক

৮৪-২২ : পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে।

সূরা আল ইনশিকাক

৮৪-২৩ : এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ্‌ তাহা সবিশেষ অবগত।

সূরা আল ইনশিকাক

৮৪-২৪ : সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও;

সূরা আল ইনশিকাক

৮৪-২৫ : কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার।