সূরা আন্ নাযিয়াত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আন্ নাযিয়াত

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

সূরা আন্ নাযিয়াত

وَالنّٰزِعٰتِ غَرۡقًا ۙ‏﴿۱﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১ : শপথ তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাটন করে,

সূরা আন্ নাযিয়াত

وَّالنّٰشِطٰتِ نَشۡطًا ۙ‏﴿۲﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২ : এবং যাহারা মৃদুভাবে বন্ধনমুক্ত করিয়া দেয়

সূরা আন্ নাযিয়াত

وَّالسّٰبِحٰتِ سَبۡحًا ۙ‏﴿۳﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩ : এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে,

সূরা আন্ নাযিয়াত

فَالسّٰبِقٰتِ سَبۡقًا ۙ‏﴿۴﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৪ : আর যাহারা দ্রুতবেগে অগ্রসর হয়,

সূরা আন্ নাযিয়াত

فَالۡمُدَبِّرٰتِ اَمۡرًا‌ ۘ‏﴿۵﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৫ : অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে।

সূরা আন্ নাযিয়াত

يَوۡمَ تَرۡجُفُ الرَّاجِفَةُ ۙ‏﴿۶﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৬ : সেই দিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করিবে,

সূরা আন্ নাযিয়াত

تَتۡبَعُهَا الرَّادِفَةُ ؕ‏﴿۷﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৭ : উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগাধ্বনি,

সূরা আন্ নাযিয়াত

قُلُوۡبٌ يَّوۡمَٮِٕذٍ وَّاجِفَةٌ ۙ‏﴿۸﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৮ : কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,

সূরা আন্ নাযিয়াত

اَبۡصَارُهَا خَاشِعَةٌ‌ ۘ‏﴿۹﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৯ : উহাদের দৃষ্টি ভীতি - বিহ্বলতায় নত হইবে।

সূরা আন্ নাযিয়াত

يَقُوۡلُوۡنَ ءَاِنَّا لَمَرۡدُوۡدُوۡنَ فِى الۡحَـافِرَةِ ؕ‏﴿۱۰﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১০ : তাহারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই -

সূরা আন্ নাযিয়াত

ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ؕ‏﴿۱۱﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১১ : গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও?’

সূরা আন্ নাযিয়াত

قَالُوۡا تِلۡكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ‌ ۘ‏﴿۱۲﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১২ : তাহারা বলে, ‘তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন।’

সূরা আন্ নাযিয়াত

فَاِنَّمَا هِىَ زَجۡرَةٌ وَّاحِدَةٌ ۙ‏﴿۱۳﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১৩ : ইহা তো কেবল এক বিকট আওয়াজ,

সূরা আন্ নাযিয়াত

فَاِذَا هُمۡ بِالسَّاهِرَةِ ؕ‏﴿۱۴﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১৪ : তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে।

সূরা আন্ নাযিয়াত

هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ مُوۡسٰى‌ۘ‏﴿۱۵﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১৫ : তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি?

সূরা আন্ নাযিয়াত

اِذۡ نَادٰٮهُ رَبُّهٗ بِالۡوَادِ الۡمُقَدَّسِ طُوًى‌ۚ‏﴿۱۶﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১৬ : যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুওয়া - য় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন,

সূরা আন্ নাযিয়াত

اِذۡهَبۡ اِلٰى فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰى ۖ‏﴿۱۷﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১৭ : ‘ফির‘আওনের নিকট যাও, সে তো সীমালংঘন করিয়াছে,’

সূরা আন্ নাযিয়াত

فَقُلۡ هَلۡ لَّكَ اِلٰٓى اَنۡ تَزَكّٰى ۙ‏﴿۱۸﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১৮ : এবং বল, ‘তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হও -

সূরা আন্ নাযিয়াত

وَاَهۡدِيَكَ اِلٰى رَبِّكَ فَتَخۡشٰى‌ۚ‏﴿۱۹﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-১৯ : ‘আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথপ্রদর্শন করি যাহাতে তুমি তাঁহাকে ভয় কর?’

সূরা আন্ নাযিয়াত

فَاَرٰٮهُ الۡاٰيَةَ الۡكُبۡرٰى ۖ‏﴿۲۰﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২০ : অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল।

সূরা আন্ নাযিয়াত

فَكَذَّبَ وَعَصٰى ۖ‏﴿۲۱﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২১ : কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল।

সূরা আন্ নাযিয়াত

ثُمَّ اَدۡبَرَ يَسۡعٰىۖ‏﴿۲۲﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২২ : অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল।

সূরা আন্ নাযিয়াত

فَحَشَرَ فَنَادٰىۖ‏﴿۲۳﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২৩ : সে সকলকে সমবেত করিল এবং উচ্চৈ:স্বরে ঘোষণা করিল,

সূরা আন্ নাযিয়াত

فَقَالَ اَنَا رَبُّكُمُ الۡاَعۡلٰى ۖ‏﴿۲۴﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২৪ : আর বলিল, ‘আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক।’

সূরা আন্ নাযিয়াত

فَاَخَذَهُ اللّٰهُ نَڪَالَ الۡاٰخِرَةِ وَالۡاُوۡلٰى ؕ‏﴿۲۵﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২৫ : অতঃপর আল্লাহ্‌ উহাকে আখিরাতে ও দুনিয়াতে কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন।

সূরা আন্ নাযিয়াত

اِنَّ فِىۡ ذٰلِكَ لَعِبۡرَةً لِّمَنۡ يَّخۡشٰىؕ‏﴿۲۶﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২৬ : যে ভয় করে তাহার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রহিয়াছে।

সূরা আন্ নাযিয়াত

ءَاَنۡتُمۡ اَشَدُّ خَلۡقًا اَمِ السَّمَآءُ‌ ؕ بَنٰٮهَا‏﴿۲۷﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২৭ : তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই ইহা নির্মাণ করিয়াছেন;

সূরা আন্ নাযিয়াত

رَفَعَ سَمۡكَهَا فَسَوَّٮهَا ۙ‏﴿۲۸﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২৮ : তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিন্যস্ত করিয়াছেন।

সূরা আন্ নাযিয়াত

وَ اَغۡطَشَ لَيۡلَهَا وَاَخۡرَجَ ضُحٰٮهَا‏﴿۲۹﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-২৯ : আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক;

সূরা আন্ নাযিয়াত

وَالۡاَرۡضَ بَعۡدَ ذٰلِكَ دَحٰٮهَا ؕ‏﴿۳۰﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩০ : এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন।

সূরা আন্ নাযিয়াত

اَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعٰٮهَا‏﴿۳۱﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩১ : তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ,

সূরা আন্ নাযিয়াত

وَالۡجِبَالَ اَرۡسٰٮهَا ۙ‏﴿۳۲﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩২ : এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করিয়াছেন;

সূরা আন্ নাযিয়াত

مَتَاعًا لَّـكُمۡ وَلِاَنۡعَامِكُمۡؕ‏﴿۳۳﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩৩ : এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য।

সূরা আন্ নাযিয়াত

فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الۡكُبۡرٰى ۖ‏﴿۳۴﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩৪ : অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে

সূরা আন্ নাযিয়াত

يَوۡمَ يَتَذَكَّرُ الۡاِنۡسَانُ مَا سَعٰىۙ‏﴿۳۵﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩৫ : মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে,

সূরা আন্ নাযিয়াত

وَبُرِّزَتِ الۡجَحِيۡمُ لِمَنۡ يَّرٰى‏﴿۳۶﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩৬ : এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য।

সূরা আন্ নাযিয়াত

فَاَمَّا مَنۡ طَغٰىۙ‏﴿۳۷﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩৭ : অনন্তর যে সীমালংঘন করে

সূরা আন্ নাযিয়াত

وَاٰثَرَ الۡحَيٰوةَ الدُّنۡيَا ۙ‏﴿۳۸﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩৮ : এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়,

সূরা আন্ নাযিয়াত

فَاِنَّ الۡجَحِيۡمَ هِىَ الۡمَاۡوٰىؕ‏﴿۳۹﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৩৯ : জাহান্নামই হইবে তাহার আবাস।

সূরা আন্ নাযিয়াত

وَاَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفۡسَ عَنِ الۡهَوٰىۙ‏﴿۴۰﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৪০ : পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজকে বিরত রাখে,

সূরা আন্ নাযিয়াত

فَاِنَّ الۡجَـنَّةَ هِىَ الۡمَاۡوٰىؕ‏﴿۴۱﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৪১ : জান্নাতই হইবে তাহার আবাস।

সূরা আন্ নাযিয়াত

يَسۡــٴَــلُوۡنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرۡسٰٮهَا ؕ ‏﴿۴۲﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৪২ : উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, ‘উহা কখন ঘটিবে?’

সূরা আন্ নাযিয়াত

فِيۡمَ اَنۡتَ مِنۡ ذِكۡرٰٮهَاؕ‏﴿۴۳﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৪৩ : ইহার আলোচনার সঙ্গে তোমার কী সম্পর্ক?

সূরা আন্ নাযিয়াত

اِلٰى رَبِّكَ مُنۡتَهٰٮهَاؕ‏﴿۴۴﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৪৪ : ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট;

সূরা আন্ নাযিয়াত

اِنَّمَاۤ اَنۡتَ مُنۡذِرُ مَنۡ يَّخۡشٰٮهَاؕ‏﴿۴۵﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৪৫ : যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী।

সূরা আন্ নাযিয়াত

كَاَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوۡۤا اِلَّا عَشِيَّةً اَوۡ ضُحٰٮهَا‏﴿۴۶﴾

সূরা আন্ নাযিয়াত

৭৯-৪৬ : যেই দিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে!