সূরা আশ্ শোয়ারা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আশ্ শোয়ারা

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

সূরা আশ্ শোয়ারা

طٰسٓمّٓ‏﴿۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১ : তা - সীন - মীম।

সূরা আশ্ শোয়ারা

تِلۡكَ اٰيٰتُ الۡكِتٰبِ الۡمُبِيۡنِ‏﴿۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২ : এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত।

সূরা আশ্ শোয়ারা

لَعَلَّكَ بَاخِعٌ نَّـفۡسَكَ اَلَّا يَكُوۡنُوۡا مُؤۡمِنِيۡنَ‏﴿۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩ : উহারা মু’মিন হইতেছে না বলিয়া তুমি হয়ত মনোকষ্টে আত্মবিনাশী হইয়া পড়িবে।

সূরা আশ্ শোয়ারা

اِنۡ نَّشَاۡ نُنَزِّلۡ عَلَيۡهِمۡ مِّنَ السَّمَآءِ اٰيَةً فَظَلَّتۡ اَعۡنَاقُهُمۡ لَهَا خٰضِعِيۡنَ‏﴿۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪ : আমি ইচ্ছা করিলে আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম, ফলে উহাদের গ্রীবা বিনত হইয়া পড়িত উহার প্রতি।

সূরা আশ্ শোয়ারা

وَمَا يَاۡتِيۡهِمۡ مِّنۡ ذِكۡرٍ مِّنَ الرَّحۡمٰنِ مُحۡدَثٍ اِلَّا كَانُوۡا عَنۡهُ مُعۡرِضِيۡنَ‏﴿۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫ : যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হইতে কোন নূতন উপদেশ আসে, তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া নেয়।

সূরা আশ্ শোয়ারা

فَقَدۡ كَذَّبُوۡا فَسَيَاۡتِيۡهِمۡ اَنۡۢـبٰٓــؤُا مَا كَانُوۡا بِهٖ يَسۡتَهۡزِءُوۡنَ‏﴿۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬ : উহারা তো অস্বীকার করিয়াছে। সুতরাং উহারা যাহা লইয়া ঠাট্টা - বিদ্রপ করিত তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীঘ্রই আসিয়া পড়িবে।

সূরা আশ্ শোয়ারা

اَوَلَمۡ يَرَوۡا اِلَى الۡاَرۡضِ كَمۡ اَنۡۢبَتۡنَا فِيۡهَا مِنۡ كُلِّ زَوۡجٍ كَرِيۡمٍ‏﴿۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭ : উহারা কি যমীনের দিকে লক্ষ্য করে না? আমি উহাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্‌গত করিয়াছি।

সূরা আশ্ শোয়ারা

اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِيۡنَ‏﴿۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮ : নিশ্চয় ইহাতে আছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ‏﴿۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯ : নিশ্চয় তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা আশ্ শোয়ারা

وَاِذۡ نَادٰى رَبُّكَ مُوۡسٰۤى اَنِ ائۡتِ الۡقَوۡمَ الظّٰلِمِيۡنَۙ‏﴿۱۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০ : স্মরণ কর, যখন তোমার প্রতিপালক মূসাকে ডাকিয়া বলিলেন, ‘তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও,

সূরা আশ্ শোয়ারা

قَوۡمَ فِرۡعَوۡنَ‌ؕ اَلَا يَتَّقُوۡنَ‌‏﴿۱۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১ : ‘ফির‘আওনের সম্প্রদায়ের নিকট; উহারা কি ভয় করে না?’

সূরা আশ্ শোয়ারা

قَالَ رَبِّ اِنِّىۡۤ اَخَافُ اَنۡ يُّكَذِّبُوۡنِؕ‏﴿۱۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২ : তখন সে বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক ! আমি আশংকা করি যে, উহারা আমাকে অস্বীকার করিবে,

সূরা আশ্ শোয়ারা

وَيَضِيۡقُ صَدۡرِىۡ وَلَا يَنۡطَلِقُ لِسَانِىۡ فَاَرۡسِلۡ اِلٰى هٰرُوۡنَ‏﴿۱۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩ : ‘এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে, আর আমার জিহ্বা তো সাবলীল নাই ! সুতরাং হারূনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও।

সূরা আশ্ শোয়ারা

وَلَهُمۡ عَلَىَّ ذَنۡۢبٌ فَاَخَافُ اَنۡ يَّقۡتُلُوۡنِ‌ۚ‏﴿۱۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪ : ‘আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে, আমি আশংকা করি উহারা আমাকে হত্যা করিবে।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ كَلَّا‌ ۚ فَاذۡهَبَا بِاٰيٰتِنَآ‌ اِنَّا مَعَكُمۡ مُّسۡتَمِعُوۡنَ‏﴿۱۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫ : আল্লাহ্‌ বলিলেন, ‘না, কখনই নহে, অতএব তোমরা উভয়ে আমার নিদর্শনসহ যাও, আমি তো তোমাদের সঙ্গে আছি, শ্রবণকারী।

সূরা আশ্ শোয়ারা

فَاۡتِيَا فِرۡعَوۡنَ فَقُوۡلَاۤ اِنَّا رَسُوۡلُ رَبِّ الۡعٰلَمِيۡنَۙ‏﴿۱۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬ : ‘অতএব তোমরা উভয়ে ফির‘আওনের নিকট যাও এবং বল, ‘আমরা তো জগতসমূহের প্রতিপালকের রাসূল,

সূরা আশ্ শোয়ারা

اَنۡ اَرۡسِلۡ مَعَنَا بَنِىۡۤ اِسۡرَآءِيۡلَ ؕ‏﴿۱۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭ : ‘আমাদের সঙ্গে যাইতে দাও বনী ইসরাঈলকে।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ اَلَمۡ نُرَبِّكَ فِيۡنَا وَلِيۡدًا وَّلَبِثۡتَ فِيۡنَا مِنۡ عُمُرِكَ سِنِيۡنَۙ‏﴿۱۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮ : ফির‘আওন বলিল, ‘আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন - পালন করি নাই? আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে কাটাইয়াছ,

সূরা আশ্ শোয়ারা

وَفَعَلۡتَ فَعۡلَتَكَ الَّتِىۡ فَعَلۡتَ وَاَنۡتَ مِنَ الۡكٰفِرِيۡنَ‏﴿۱۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯ : ‘এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা তো করিয়াছ ; তুমি অকৃতজ্ঞ।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ فَعَلۡتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّيۡنَؕ‏﴿۲۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০ : মূসা বলিল, ‘আমি তো ইহা করিয়াছিলাম তখন, যখন ছিলাম অনবধান।

সূরা আশ্ শোয়ারা

فَفَرَرۡتُ مِنۡكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِىۡ رَبِّىۡ حُكۡمًا وَّجَعَلَنِىۡ مِنَ الۡمُرۡسَلِيۡنَ‏﴿۲۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১ : ‘অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হইলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম। তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসূল করিয়াছেন।

সূরা আশ্ শোয়ারা

وَتِلۡكَ نِعۡمَةٌ تَمُنُّهَا عَلَىَّ اَنۡ عَبَّدْتَّ بَنِىۡۤ اِسۡرَآءِيۡلَ ؕ‏﴿۲۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২২ : ‘আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ, তাহা তো এই যে, তুমি বনী ইসরাঈলকে দাসে পরিণত করিয়াছ।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ الۡعٰلَمِيۡنَؕ‏﴿۲۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২৩ : ফির‘আওন বলিল, ‘জগতসমূহের প্রতিপালক আবার কী?’

সূরা আশ্ শোয়ারা

قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَيۡنَهُمَاؕ اِنۡ كُنۡتُمۡ مُّوۡقِنِيۡنَ‏﴿۲۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২৪ : মূসা বলিল, ‘তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ لِمَنۡ حَوۡلَهٗۤ اَلَا تَسۡتَمِعُوۡنَ‏﴿۲۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২৫ : ফির‘আওন তাহার পারিষদবর্গকে লক্ষ্য করিয়া বলিল, ‘তোমরা শুনিতেছ তো !’

সূরা আশ্ শোয়ারা

قَالَ رَبُّكُمۡ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الۡاَوَّلِيۡنَ‏﴿۲۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২৬ : মূসা বলিল, ‘তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও প্রতিপালক।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ اِنَّ رَسُوۡلَـكُمُ الَّذِىۡۤ اُرۡسِلَ اِلَيۡكُمۡ لَمَجۡنُوۡنٌ‏﴿۲۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২৭ : ফির‘আওন বলিল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো নিশ্চয়ই পাগল।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ رَبُّ الۡمَشۡرِقِ وَالۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَا ؕ اِنۡ كُنۡتُمۡ تَعۡقِلُوۡنَ‏﴿۲۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২৮ : মূসা বলিল, ‘তিনি পূর্ব ও পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক; যদি তোমরা বুঝিতে !’

সূরা আশ্ শোয়ারা

قَالَ لَٮِٕنِ اتَّخَذۡتَ اِلٰهًا غَيۡرِىۡ لَاَجۡعَلَـنَّكَ مِنَ الۡمَسۡجُوۡنِيۡنَ‏﴿۲۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২৯ : ফির‘আওন বলিল, ‘তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ্‌রূপে গ্রহণ কর আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ اَوَلَوۡ جِئۡتُكَ بِشَىۡءٍ مُّبِيۡنٍ‌ۚ‏﴿۳۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩০ : মূসা বলিল, ‘আমি যদি তোমার নিকট কোন স্পষ্ট নিদর্শন আনয়ন করি, তবুও?’

সূরা আশ্ শোয়ারা

قَالَ فَاۡتِ بِهٖۤ اِنۡ كُنۡتَ مِنَ الصّٰدِقِيۡنَ‏﴿۳۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩১ : ফির‘আওন বলিল, ‘তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত কর।’

সূরা আশ্ শোয়ারা

‌فَاَ لۡقٰى عَصَاهُ فَاِذَا هِىَ ثُعۡبَانٌ مُّبِيۡنٌ‌ ۖ ‌‌ۚ‏﴿۳۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩২ : অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল।

সূরা আশ্ শোয়ারা

وَّنَزَعَ يَدَهٗ فَاِذَا هِىَ بَيۡضَآءُ لِلنّٰظِرِيۡنَ‏﴿۳۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩৩ : এবং মূসা হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল।

সূরা আশ্ শোয়ারা

قَالَ لِلۡمَلَاِ حَوۡلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيۡمٌۙ‏﴿۳۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩৪ : ফির‘আওন তাহার পারিষদবর্গকে বলিল, ‘এ তো এক সুদক্ষ জাদুকর !

সূরা আশ্ শোয়ারা

يُّرِيۡدُ اَنۡ يُّخۡرِجَكُمۡ مِّنۡ اَرۡضِكُمۡ بِسِحۡرِهٖ ‌ۖ  فَمَاذَا تَاۡمُرُوۡنَ‌‏﴿۳۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩৫ : ‘এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদুবলে বহিষ্কার করিতে চায়। এখন তোমরা কী করিতে বল?’

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡۤا اَرۡجِهۡ وَاَخَاهُ وَابۡعَثۡ فِى الۡمَدَآٮِٕنِ حٰشِرِيۡنَۙ ‏﴿۳۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩৬ : উহারা বলিল, ‘তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও,

সূরা আশ্ শোয়ারা

يَاۡتُوۡكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيۡمٍ‏﴿۳۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩৭ : ‘যেন তাহারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে।’

সূরা আশ্ শোয়ারা

فَجُمِعَ السَّحَرَةُ لِمِيۡقَاتِ يَوۡمٍ مَّعۡلُوۡمٍۙ‏﴿۳۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩৮ : অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হইল,

সূরা আশ্ শোয়ারা

وَّقِيۡلَ لِلنَّاسِ هَلۡ اَنۡـتُمۡ مُّجۡتَمِعُوۡنَۙ ‏﴿۳۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৩৯ : এবং লোকদেরকে বলা হইল, ‘তোমরাও সমবেত হইতেছ কি?

সূরা আশ্ শোয়ারা

لَعَلَّنَا نَـتَّبِعُ السَّحَرَةَ اِنۡ كَانُوۡا هُمُ الۡغٰلِبِيۡنَ‏﴿۴۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪০ : যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি, যদি উহারা বিজয়ী হয়।’

সূরা আশ্ শোয়ারা

فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوۡا لِفِرۡعَوۡنَ اَٮِٕنَّ لَـنَا لَاَجۡرًا اِنۡ كُنَّا نَحۡنُ الۡغٰلِبِيۡنَ‏﴿۴۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪১ : অতঃপর জাদুকরেরা আসিয়া ফিরা‘আওনকে বলিল, ‘আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো?

সূরা আশ্ শোয়ারা

قَالَ نَعَمۡ وَاِنَّكُمۡ اِذًا لَّمِنَ الۡمُقَرَّبِيۡنَ‏﴿۴۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪২ : ফিরা‘আওন বলিল, ‘হ্যাঁ, তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হইবে।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ لَهُمۡ مُّوۡسٰۤى اَلۡقُوۡا مَاۤ اَنۡتُمۡ مُّلۡقُوۡنَ‏﴿۴۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪৩ : মূসা উহাদেরকে বলিল, ‘তোমাদের যাহা নিক্ষেপ করিবার তাহা নিক্ষেপ কর।’

সূরা আশ্ শোয়ারা

فَاَلۡقَوۡا حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُوۡا بِعِزَّةِ فِرۡعَوۡنَ اِنَّا لَـنَحۡنُ الۡغٰلِبُوۡنَ‏﴿۴۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪৪ : অতঃপর উহারা উহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল, ‘ফির‘আওনের ইয্‌যতের শপথ! আমরাই বিজয়ী হইব।’

সূরা আশ্ শোয়ারা

فَاَ لۡقٰى مُوۡسٰى عَصَاهُ فَاِذَا هِىَ تَلۡقَفُ مَا يَاۡفِكُوۡنَ‌ ۖ ‌ۚ‏﴿۴۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪৫ : অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল, সহসা উহা উহাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল।

সূরা আশ্ শোয়ারা

فَاُلۡقِىَ السَّحَرَةُ سٰجِدِيۡنَۙ‏﴿۴۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪৬ : তখন জাদুকরেরা সিজ্‌দাবনত হইয়া পড়িল।

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ الۡعٰلَمِيۡنَۙ‏﴿۴۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪৭ : এবং বলিল, ‘আমরা ঈমান আনয়ন করিলাম জগতসমূহের প্রতিপালকের প্রতি -

সূরা আশ্ শোয়ারা

رَبِّ مُوۡسٰى وَهٰرُوۡنَ‏﴿۴۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪৮ : ‘যিনি মূসা ও হারূনেরও প্রতিপালক।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ اٰمَنۡتُمۡ لَهٗ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَـكُمۡ‌ۚ اِنَّهٗ لَـكَبِيۡرُكُمُ الَّذِىۡ عَلَّمَكُمُ السِّحۡرَ‌ۚ فَلَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ لَاُقَطِّعَنَّ اَيۡدِيَكُمۡ وَاَرۡجُلَـكُمۡ مِّنۡ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمۡ اَجۡمَعِيۡنَ‌ۚ‏﴿۴۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৪৯ : ফির‘আওন বলিল, ‘কী ! আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে? সে - ই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়াছে। শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই।’

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡا لَا ضَيۡرَ‌ اِنَّاۤ اِلٰى رَبِّنَا مُنۡقَلِبُوۡنَ‌ۚ‏﴿۵۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫০ : উহারা বলিল, ‘কোন ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকটই প্রত্যাবর্তন করিব।

সূরা আশ্ শোয়ারা

اِنَّا نَطۡمَعُ اَنۡ يَّغۡفِرَ لَـنَا رَبُّنَا خَطٰيٰـنَاۤ اَنۡ كُنَّاۤ اَوَّلَ الۡمُؤۡمِنِيۡنَؕ‏﴿۵۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫১ : ‘আমরা তো আশা করি, আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন, কারণ আমরা মু’মিনদের মধ্যে অগ্রণী।’

সূরা আশ্ শোয়ারা

وَاَوۡحَيۡنَاۤ اِلٰى مُوۡسٰٓى اَنۡ اَسۡرِ بِعِبَادِىۡۤ اِنَّكُمۡ مُّتَّبَعُوۡنَ‏﴿۵۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫২ : আমি মূসার প্রতি ওহী করিয়াছিলাম এই মর্মে : ‘আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাহির হও, তোমাদের তো পশ্চাদ্ধাবন করা হইবে।’

সূরা আশ্ শোয়ারা

فَاَرۡسَلَ فِرۡعَوۡنُ فِى الۡمَدَآٮِٕنِ حٰشِرِيۡنَ‌ۚ ‏﴿۵۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫৩ : অতঃপর ফির‘আওন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল,

সূরা আশ্ শোয়ারা

اِنَّ هٰٓؤُلَاۤءِ لَشِرۡذِمَةٌ قَلِيۡلُوۡنَۙ ‏﴿۵۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫৪ : এই বলিয়া, ‘ইহারা তো ক্ষুদ্র একটি দল

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّهُمۡ لَـنَا لَـغَآٮِٕظُوۡنَۙ‏﴿۵۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫৫ : এবং ‘উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে ;

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّا لَجَمِيۡعٌ حٰذِرُوۡنَؕ‏﴿۵۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫৬ : এবং আমরা তো সকলেই সদাশংকিত।’

সূরা আশ্ শোয়ারা

فَاَخۡرَجۡنٰهُمۡ مِّنۡ جَنّٰتٍ وَّعُيُوۡنٍۙ‏﴿۵۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫৭ : পরিণামে আমি ফির‘আওন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যানরাজি ও প্রস্রবণ হইতে

সূরা আশ্ শোয়ারা

وَّكُنُوۡزٍ وَّمَقَامٍ كَرِيۡمٍۙ ‏﴿۵۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫৮ : এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধমালা হইতে।

সূরা আশ্ শোয়ারা

كَذٰلِكَؕ وَاَوۡرَثۡنٰهَا بَنِىۡۤ اِسۡرَآءِيۡلَؕ ‏﴿۵۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৫৯ : এইরূপই ঘটিয়াছিল এবং বনী ইসরাঈলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী।

সূরা আশ্ শোয়ারা

فَاَ تۡبَعُوۡهُمۡ مُّشۡرِقِيۡنَ ‏﴿۶۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬০ : উহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল।

সূরা আশ্ শোয়ারা

فَلَمَّا تَرَآءَ الۡجَمۡعٰنِ قَالَ اَصۡحٰبُ مُوۡسٰٓى اِنَّا لَمُدۡرَكُوۡنَ‌ۚ‏﴿۶۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬১ : অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল, তখন মূসার সঙ্গীরা বলিল, ‘আমরা তো ধরা পড়িয়া গেলাম।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ كَلَّا‌‌ ۚ اِنَّ مَعِىَ رَبِّىۡ سَيَهۡدِيۡنِ‏﴿۶۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬২ : মূসা বলিল, ‘কখনই নহে ! আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক ; সত্বর তিনি আমাকে পথনির্দেশ করিবেন।’

সূরা আশ্ শোয়ারা

فَاَوۡحَيۡنَاۤ اِلٰى مُوۡسٰٓى اَنِ اضۡرِبْ بِّعَصَاكَ الۡبَحۡرَ‌ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٍ كَالطَّوۡدِ الۡعَظِيۡمِ‌ۚ‏﴿۶۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬৩ : অতঃপর মূসার প্রতি ওহী করিলাম, ‘তোমার যষ্টি দ্বারা সমুদ্রে আঘাত কর।’ ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হইয়া গেল ;

সূরা আশ্ শোয়ারা

وَاَزۡلَـفۡنَا ثَمَّ الۡاٰخَرِيۡنَ‌ۚ‏﴿۶۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬৪ : আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে,

সূরা আশ্ শোয়ারা

وَاَنۡجَيۡنَا مُوۡسٰى وَمَنۡ مَّعَهٗۤ اَجۡمَعِيۡنَ‌ۚ‏﴿۶۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬৫ : এবং আমি উদ্ধার করিলাম মূসা ও তাহার সঙ্গী সকলকে,

সূরা আশ্ শোয়ারা

ثُمَّ اَغۡرَقۡنَا الۡاٰخَرِيۡنَ‌ؕ‏﴿۶۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬৬ : তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে।

সূরা আশ্ শোয়ারা

اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِيۡنَ‏﴿۶۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬৭ : ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ‏﴿۶۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬৮ : তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা আশ্ শোয়ারা

وَاتۡلُ عَلَيۡهِمۡ نَبَاَ اِبۡرٰهِيۡمَ‌ۘ‏﴿۶۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৬৯ : উহাদের নিকট ইব্‌রাহীমের বৃত্তান্ত বর্ণনা কর।

সূরা আশ্ শোয়ারা

اِذۡ قَالَ لِاَبِيۡهِ وَقَوۡمِهٖ مَا تَعۡبُدُوۡنَ‏﴿۷۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭০ : সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘তোমরা কিসের ‘ইবাদত কর?’

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡا نَـعۡبُدُ اَصۡنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِيۡنَ‏﴿۷۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭১ : উহারা বলিল, ‘আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকিব।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ هَلۡ يَسۡمَعُوۡنَكُمۡ اِذۡ تَدۡعُوۡنَۙ‏﴿۷۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭২ : সে বলিল, ‘তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে?’

সূরা আশ্ শোয়ারা

اَوۡ يَنۡفَعُوۡنَكُمۡ اَوۡ يَضُرُّوۡنَ‏﴿۷۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭৩ : ‘অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে?’

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡا بَلۡ وَجَدۡنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ يَفۡعَلُوۡنَ‏﴿۷۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭৪ : উহারা বলিল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপই করিতে দেখিয়াছি।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ اَفَرَءَيۡتُمۡ مَّا كُنۡتُمۡ تَعۡبُدُوۡنَۙ‏﴿۷۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭৫ : সে বলিল, ‘তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, কিসের পূজা করিতেছ,

সূরা আশ্ শোয়ারা

اَنۡـتُمۡ وَاٰبَآؤُكُمُ الۡاَقۡدَمُوۡنَ ‌ۖ ‏﴿۷۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭৬ : ‘তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা?

সূরা আশ্ শোয়ারা

فَاِنَّهُمۡ عَدُوٌّ لِّىۡۤ اِلَّا رَبَّ الۡعٰلَمِيۡنَۙ‏﴿۷۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭৭ : ‘উহারা সকলেই আমার শত্রু, জগতসমূহের প্রতিপালক ব্যতীত;

সূরা আশ্ শোয়ারা

الَّذِىۡ خَلَقَنِىۡ فَهُوَ يَهۡدِيۡنِۙ‏﴿۷۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭৮ : ‘যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, তিনিই আমাকে পথ প্রদর্শন করেন।

সূরা আশ্ শোয়ারা

وَ الَّذِىۡ هُوَ يُطۡعِمُنِىۡ وَيَسۡقِيۡنِۙ‏﴿۷۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৭৯ : ‘তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয়।

সূরা আশ্ শোয়ারা

وَاِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِيۡنِ ۙ‏﴿۸۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮০ : ‘এবং রোগাক্রান্ত হইলে তিনিই আমাকে রোগমুক্ত করেন ;

সূরা আশ্ শোয়ারা

وَالَّذِىۡ يُمِيۡتُنِىۡ ثُمَّ يُحۡيِيۡنِۙ‏﴿۸۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮১ : ‘এবং তিনিই আমার মৃত্যু ঘটাইবেন, অতঃপর পুনর্জীবিত করিবেন।

সূরা আশ্ শোয়ারা

وَالَّذِىۡۤ اَطۡمَعُ اَنۡ يَّغۡفِرَ لِىۡ خَطِٓیْــَٔـتِىۡ يَوۡمَ الدِّيۡنِ ؕ ‏﴿۸۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮২ : ‘এবং আশা করি, তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন।

সূরা আশ্ শোয়ারা

رَبِّ هَبۡ لِىۡ حُكۡمًا وَّاَلۡحِقۡنِىۡ بِالصّٰلِحِيۡنَۙ‏﴿۸۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮৩ : ‘হে আমার প্রতিপালক ! আমাকে জ্ঞান দান কর এবং সৎকর্মপরায়ণদের শামিল কর।

সূরা আশ্ শোয়ারা

وَاجۡعَلْ لِّىۡ لِسَانَ صِدۡقٍ فِى الۡاٰخِرِيۡنَۙ ‏﴿۸۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮৪ : ‘আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী কর,

সূরা আশ্ শোয়ারা

وَاجۡعَلۡنِىۡ مِنۡ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيۡمِۙ‏﴿۸۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮৫ : ‘এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত কর,

সূরা আশ্ শোয়ারা

وَاغۡفِرۡ لِاَبِىۡۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّيۡنَۙ‏﴿۸۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮৬ : ‘আর আমার পিতাকে ক্ষমা কর, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন।

সূরা আশ্ শোয়ারা

وَلَا تُخۡزِنِىۡ يَوۡمَ يُبۡعَثُوۡنَۙ‏﴿۸۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮৭ : ‘এবং আমাকে লাঞ্ছিত করিও না পুনরুত্থান দিবসে

সূরা আশ্ শোয়ারা

يَوۡمَ لَا يَنۡفَعُ مَالٌ وَّلَا بَنُوۡنَۙ‏﴿۸۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮৮ : ‘যেদিন ধন - সম্পদ ও সন্তান - সন্ততি কোন কাজে আসিবে না ;

সূরা আশ্ শোয়ারা

اِلَّا مَنۡ اَتَى اللّٰهَ بِقَلۡبٍ سَلِيۡمٍؕ‏﴿۸۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৮৯ : ‘সেদিন উপকৃত হইবে কেবল সে, যে আল্লাহ্‌র নিকট আসিবে বিশুদ্ধ অন্তঃকরণ লইয়া।’

সূরা আশ্ শোয়ারা

وَاُزۡلِفَتِ الۡجَـنَّةُ لِلۡمُتَّقِيۡنَۙ‏﴿۹۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯০ : মুত্তাকীদের নিকটবর্তী করা হইবে জান্নাত,

সূরা আশ্ শোয়ারা

وَبُرِّزَتِ الۡجَحِيۡمُ لِلۡغٰوِيۡنَۙ‏﴿۹۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯১ : এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে জাহান্নাম ;

সূরা আশ্ শোয়ারা

وَقِيۡلَ لَهُمۡ اَيۡنَمَا كُنۡتُمۡ تَعۡبُدُوۡنَۙ‏﴿۹۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯২ : উহাদেরকে বলা হইবে, ‘তাহারা কোথায়, তোমরা যাহাদের ‘ইবাদত করিতে -

সূরা আশ্ শোয়ারা

مِنۡ دُوۡنِ اللّٰهِؕ هَلۡ يَنۡصُرُوۡنَكُمۡ اَوۡ يَنۡتَصِرُوۡنَؕ‏﴿۹۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯৩ : ‘আল্লাহ্‌র পরিবর্তে? উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষা করিতে সক্ষম?

সূরা আশ্ শোয়ারা

فَكُبۡكِبُوۡا فِيۡهَا هُمۡ وَالۡغَاوٗنَۙ‏﴿۹۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯৪ : অতঃপর উহাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে অধোমুখী করিয়া,

সূরা আশ্ শোয়ারা

وَجُنُوۡدُ اِبۡلِيۡسَ اَجۡمَعُوۡنَؕ‏﴿۹۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯৫ : এবং ইব্‌লীসের বাহিনীর সকলকেও।

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡا وَهُمۡ فِيۡهَا يَخۡتَصِمُوۡنَۙ‏﴿۹۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯৬ : উহারা সেখানে বিতর্কে লিপ্ত হইয়া বলিবে,

সূরা আশ্ শোয়ারা

تَاللّٰهِ اِنۡ كُنَّا لَفِىۡ ضَلٰلٍ مُّبِيۡنٍۙ‏﴿۹۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯৭ : আল্লাহ্‌র শপথ ! আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম,

সূরা আশ্ শোয়ারা

اِذۡ نُسَوِّيۡكُمۡ بِرَبِّ الۡعٰلَمِيۡنَ‏﴿۹۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯৮ : ‘যখন আমরা তোমাদেরকে জগতসমূহের প্রতিপালকের সমকক্ষ গণ্য করিতাম।

সূরা আশ্ শোয়ারা

وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الۡمُجۡرِمُوۡنَ‏﴿۹۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-৯৯ : ‘আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করিয়াছিল।

সূরা আশ্ শোয়ারা

فَمَا لَـنَا مِنۡ شٰفِعِيۡنَۙ ‏﴿۱۰۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০০ : ‘পরিণামে আমাদের কোন সুপারিশকারী নাই।

সূরা আশ্ শোয়ারা

وَلَا صَدِيۡقٍ حَمِيۡمٍ‏﴿۱۰۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০১ : ‘এবং কোন সহৃদয় বন্ধুও নাই।

সূরা আশ্ শোয়ারা

فَلَوۡ اَنَّ لَـنَا كَرَّةً فَنَكُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِيۡنَ‏﴿۱۰۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০২ : ‘হায়, যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত, তাহা হইলে আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম!

সূরা আশ্ শোয়ারা

اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِيۡنَ ‏﴿۱۰۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০৩ : ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশ মু’মিন নহে।

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ‏﴿۱۰۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০৪ : তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা আশ্ শোয়ারা

كَذَّبَتۡ قَوۡمُ نُوۡحِ ۨالۡمُرۡسَلِيۡنَ‌ ۖ‌ۚ‏﴿۱۰۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০৫ : সূরা নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল।

সূরা আশ্ শোয়ারা

اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ نُوۡحٌ اَلَا تَتَّقُوۡنَ‌ۚ‏﴿۱۰۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০৬ : যখন উহাদের ভ্রাতা সূরা নূহ্ উহাদেরকে বলিল, ‘তোমরা কি সাবধান হইবে না?

সূরা আশ্ শোয়ারা

اِنِّىۡ لَـكُمۡ رَسُوۡلٌ اَمِيۡنٌۙ‏﴿۱۰۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০৭ : ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

সূরা আশ্ শোয়ারা

فَاتَّقُوۡا اللّٰهَ وَ اَطِيۡعُوۡنِ‌ۚ‏﴿۱۰۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০৮ : অতএব তােমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর।

সূরা আশ্ শোয়ারা

وَمَاۤ اَسۡـــَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ اَجۡرٍ‌ۚ اِنۡ اَجۡرِىَ اِلَّا عَلٰى رَبِّ الۡعٰلَمِيۡنَ‌ۚ‏﴿۱۰۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১০৯ : ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না ; আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।

সূরা আশ্ শোয়ারা

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيۡعُوۡنِ ؕ‏﴿۱۱۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১০ : ‘সুতরাং তােমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর।’

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡۤا اَنُؤۡمِنُ لَكَ وَاتَّبَعَكَ الۡاَرۡذَلُوۡنَؕ‏﴿۱۱۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১১ : উহারা বলিল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ করিতেছে?’

সূরা আশ্ শোয়ারা

قَالَ وَمَا عِلۡمِىۡ بِمَا كَانُوۡا يَعۡمَلُوۡنَ‌ۚ‏﴿۱۱۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১২ : সূরা নূহ্ বলিল, ‘উহারা কী করিত তাহা আমার জানা নাই।’

সূরা আশ্ শোয়ারা

اِنۡ حِسَابُهُمۡ اِلَّا عَلٰى رَبِّىۡ‌ لَوۡ تَشۡعُرُوۡنَ‌ۚ‏﴿۱۱۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১৩ : উহাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ; যদি তোমরা বুঝিতে!

সূরা আশ্ শোয়ারা

وَمَاۤ اَنَا بِطَارِدِ الۡمُؤۡمِنِيۡنَ‌ۚ‏﴿۱۱۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১৪ : ‘মু’মিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নহে।

সূরা আশ্ শোয়ারা

اِنۡ اَنَا اِلَّا نَذِيۡرٌ مُّبِيۡنٌؕ‏﴿۱۱۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১৫ : ‘আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী।’

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡا لَٮِٕنۡ لَّمۡ تَنۡتَهِ يٰـنُوۡحُ لَـتَكُوۡنَنَّ مِنَ الۡمَرۡجُوۡمِيۡنَؕ‏﴿۱۱۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১৬ : উহারা বলিল, ‘হে সূরা নূহ্ ! তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদের শামিল হইবে।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ رَبِّ اِنَّ قَوۡمِىۡ كَذَّبُوۡنِ‌ ۖ‌ۚ‏﴿۱۱۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১৭ : সূরা নূহ্ বলিল, ‘হে আমার প্রতিপালক ! আমার সম্প্রদায়ই তো আমাকে অস্বীকার করিতেছে।

সূরা আশ্ শোয়ারা

فَافۡتَحۡ بَيۡنِىۡ وَبَيۡنَهُمۡ فَتۡحًا وَّنَجِّنِىۡ وَمَنۡ مَّعِىَ مِنَ الۡمُؤۡمِنِيۡنَ‏﴿۱۱۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১৮ : ‘সুতরাং তুমি আমার ও উহাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মু’মিন আছে, তাহাদেরকে রক্ষা কর।’

সূরা আশ্ শোয়ারা

فَاَنۡجَيۡنٰهُ وَمَنۡ مَّعَهٗ فِى الۡـفُلۡكِ الۡمَشۡحُوۡنِ‌ۚ ‏﴿۱۱۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১১৯ : অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ছিল, তাহাদেরকে রক্ষা করিলাম বোঝাই নৌযানে।

সূরা আশ্ শোয়ারা

ثُمَّ اَغۡرَقۡنَا بَعۡدُ الۡبٰقِيۡنَؕ‏﴿۱۲۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২০ : তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম।

সূরা আশ্ শোয়ারা

اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاَيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِيۡنَ‏﴿۱۲۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২১ : ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই বিশ্বাসী নহে।

সূরা আশ্ শোয়ারা

وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ‏﴿۱۲۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২২ : এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা আশ্ শোয়ারা

كَذَّبَتۡ عَادُ اۨلۡمُرۡسَلِيۡنَ ‌ۖ ‌ۚ‏﴿۱۲۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২৩ : ‘আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল।

সূরা আশ্ শোয়ারা

اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ هُوۡدٌ اَلَا تَتَّقُوۡنَ‌ۚ‏﴿۱۲۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২৪ : যখন উহাদের ভ্রাতা হূদ উহাদেরকে বলিল, ‘তোমরা কি সাবধান হইবে না?

সূরা আশ্ শোয়ারা

اِنِّىۡ لَـكُمۡ رَسُوۡلٌ اَمِيۡنٌ‌ۙ‏﴿۱۲۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২৫ : ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

সূরা আশ্ শোয়ারা

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيۡعُوۡنِ‌ ۚ‏﴿۱۲۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২৬ : অতএব আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর।

সূরা আশ্ শোয়ারা

وَمَاۤ اَسۡــَٔـلُكُمۡ عَلَيۡهِ مِنۡ اَجۡرٍ‌ۚ اِنۡ اَجۡرِىَ اِلَّا عَلٰى رَبِّ الۡعٰلَمِيۡنَ ؕ‏﴿۱۲۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২৭ : ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকট আছে।

সূরা আশ্ শোয়ারা

اَتَبۡنُوۡنَ بِكُلِّ رِيۡعٍ اٰيَةً تَعۡبَثُوۡنَۙ‏﴿۱۲۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২৮ : ‘তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক?

সূরা আশ্ শোয়ারা

وَ تَتَّخِذُوۡنَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُوۡنَ‌ۚ‏﴿۱۲۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১২৯ : ‘আর তোমরা প্রাসোয়াদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে, তোমরা চিরস্থায়ী হইবে।

সূরা আশ্ শোয়ারা

وَاِذَا بَطَشۡتُمۡ بَطَشۡتُمۡ جَبَّارِيۡنَ‌ۚ‏﴿۱۳۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩০ : ‘এবং যখন তোমরা আঘাত হান তখন আঘাত হানিয়া থাক কঠোরভাবে।

সূরা আশ্ শোয়ারা

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيۡعُوۡنِ‌ ۚ‏﴿۱۳۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩১ : অতএব তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার অনুগত্য কর।

সূরা আশ্ শোয়ারা

وَاتَّقُوۡا الَّذِىۡۤ اَمَدَّكُمۡ بِمَا تَعۡلَمُوۡنَ‌ۚ‏﴿۱۳۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩২ : ‘ভয় কর তাঁহাকে যিনি তোমাদেরকে দান করিয়াছেন সেই সমুদয়, যাহা তোমরা জান।

সূরা আশ্ শোয়ারা

اَمَدَّكُمۡ بِاَنۡعَامٍ وَّبَنِيۡنَ ‌ۚۙ ‏﴿۱۳۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩৩ : ‘তিনি তোমাদেরকে দান করিয়াছেন চতুষ্পদ জন্তু ও সন্তান - সন্ততি।

সূরা আশ্ শোয়ারা

وَجَنّٰتٍ وَّعُيُوۡنٍ‌ۚ‏﴿۱۳۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩৪ : ‘উদ্যান ও প্রস্রবণ;

সূরা আশ্ শোয়ারা

اِنِّىۡۤ اَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيۡمٍؕ‏﴿۱۳۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩৫ : ‘আমি তো তোমাদের জন্য আশংকা করি মহাদিবসের শাস্তির।’

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡا سَوَآءٌ عَلَيۡنَاۤ اَوَعَظۡتَ اَمۡ لَمۡ تَكُنۡ مِّنَ الۡوٰعِظِيۡنَۙ‏﴿۱۳۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩৬ : উহারা বলিল, ‘তুমি উপদেশ দাও অথবা না - ই দাও, উভয়ই আমাদের জন্য সমান।

সূরা আশ্ শোয়ারা

اِنۡ هٰذَاۤ اِلَّا خُلُقُ الۡاَوَّلِيۡنَۙ‏﴿۱۳۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩৭ : ইহা তো পূর্ববর্তীদেরই স্বভাব।

সূরা আশ্ শোয়ারা

وَمَا نَحۡنُ بِمُعَذَّبِيۡنَ‌ۚ‏﴿۱۳۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩৮ : ‘আমরা শাস্তিপ্রাপ্তদের শামিল নই।’

সূরা আশ্ শোয়ারা

فَكَذَّبُوۡهُ فَاَهۡلَـكۡنٰهُمۡ‌ؕ اِنَّ فِىۡ ذٰلِكَ لَاَيَةً‌ ؕ وَ مَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِيۡنَ‏﴿۱۳۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৩৯ : অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল এবং আমি উহাদেরকে ধ্বংস করিলাম। ইহাতে অবশ্যই আছে নিদর্শন ; কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ‏﴿۱۴۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪০ : এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা আশ্ শোয়ারা

كَذَّبَتۡ ثَمُوۡدُ الۡمُرۡسَلِيۡنَ‌ ۖ‌ۚ‏﴿۱۴۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪১ : সামূদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল।

সূরা আশ্ শোয়ারা

اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ صٰلِحٌ اَلَا تَتَّقُوۡنَ‌ۚ‏﴿۱۴۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪২ : যখন উহাদের ভ্রাতা সালিহ্ উহাদেরকে বলিল, ‘তোমরা কি সাবধান হইবে না?

সূরা আশ্ শোয়ারা

اِنِّىۡ لَـكُمۡ رَسُوۡلٌ اَمِيۡنٌۙ‏﴿۱۴۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪৩ : ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

সূরা আশ্ শোয়ারা

فَاتَّقُوۡا اللّٰهَ وَاَطِيۡعُوۡنِ‌ۚ‏﴿۱۴۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪৪ : ‘অতএব তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার অনুগত্য কর,

সূরা আশ্ শোয়ারা

وَمَاۤ اَسۡــَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ اَجۡرٍ‌ۚ اِنۡ اَجۡرِىَ اِلَّا عَلٰى رَبِّ الۡعٰلَمِيۡنَؕ‏﴿۱۴۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪৫ : ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।

সূরা আশ্ শোয়ারা

اَتُتۡرَكُوۡنَ فِىۡ مَا هٰهُنَاۤ اٰمِنِيۡنَۙ‏﴿۱۴۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪৬ : ‘তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছাড়িয়া রাখা হইবে, যাহা এইখানে আছে উহাতে -

সূরা আশ্ শোয়ারা

فِىۡ جَنّٰتٍ وَّعُيُوۡنٍۙ‏﴿۱۴۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪৭ : ‘উদ্যানে, প্রস্রবণে

সূরা আশ্ শোয়ারা

وَّزُرُوۡعٍ وَّنَخۡلٍ طَلۡعُهَا هَضِيۡمٌ‌ۚ‏﴿۱۴۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪৮ : ‘ও শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছবিশিষ্ট খর্জুর বাগানে?

সূরা আশ্ শোয়ারা

وَتَـنۡحِتُوۡنَ مِنَ الۡجِبَالِ بُيُوۡتًا فٰرِهِيۡنَ‌ۚ‏﴿۱۴۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৪৯ : ‘তোমরা তো নৈপুণ্যের সঙ্গে পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিতেছ।

সূরা আশ্ শোয়ারা

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيۡعُوۡنِ‌ ۚ‏﴿۱۵۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫০ : ‘তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর।

সূরা আশ্ শোয়ারা

وَلَا تُطِيۡعُوۡۤا اَمۡرَ الۡمُسۡرِفِيۡنَۙ‏﴿۱۵۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫১ : ‘এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য করিও না ;

সূরা আশ্ শোয়ারা

الَّذِيۡنَ يُفۡسِدُوۡنَ فِى الۡاَرۡضِ وَ لَا يُصۡلِحُوۡنَ ‏﴿۱۵۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫২ : ‘যাহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি স্থাপন করে না।’

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مِنَ الۡمُسَحَّرِيۡنَ‌ۚ‏﴿۱۵۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫৩ : উহারা বলিল, ‘তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।

সূরা আশ্ শোয়ারা

مَاۤ اَنۡتَ اِلَّا بَشَرٌ مِّثۡلُـنَا ‌ ۖۚ فَاۡتِ بِاٰيَةٍ اِنۡ كُنۡتَ مِنَ الصّٰدِقِيۡنَ ‏﴿۱۵۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫৪ : ‘তুমি তো আমাদের মত একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত কর।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرۡبٌ وَّلَـكُمۡ شِرۡبُ يَوۡمٍ مَّعۡلُوۡمٍ‌ۚ‏﴿۱۵۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫৫ : সালিহ্ বলিল, ‘এই একটি উষ্ট্রী, ইহার জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা ;

সূরা আশ্ শোয়ারা

وَلَا تَمَسُّوۡهَا بِسُوۡٓءٍ فَيَاۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيۡمٍ‏﴿۱۵۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫৬ : ‘এবং উহার কোন অনিষ্ট সাধন করিও না; করিলে মহাদিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হইবে।’

সূরা আশ্ শোয়ারা

فَعَقَرُوۡهَا فَاَصۡبَحُوۡا نٰدِمِيۡنَۙ‏﴿۱۵۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫৭ : কিন্তু উহারা উহাকে বধ করিল, পরিণামে উহারা অনুতপ্ত হইল।

সূরা আশ্ শোয়ারা

فَاَخَذَهُمُ الۡعَذَابُ‌ؕ اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَمَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِيۡنَ‏﴿۱۵۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫৮ : অতঃপর শাস্তি উহাদেরকে গ্রাস করিল। ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ‏﴿۱۵۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৫৯ : তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা আশ্ শোয়ারা

كَذَّبَتۡ قَوۡمُ لُوۡطٍ اۨلۡمُرۡسَلِيۡنَ‌ ۖ ‌ۚ ‏﴿۱۶۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬০ : লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল,

সূরা আশ্ শোয়ারা

اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ لُوۡطٌ اَلَا تَتَّقُوۡنَ‌ۚ‏﴿۱۶۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬১ : যখন উহাদের ভ্রাতা লূত উহাদেরকে বলিল, তোমারা কি সাবধান হইবে না?

সূরা আশ্ শোয়ারা

اِنِّىۡ لَـكُمۡ رَسُوۡلٌ اَمِيۡنٌۙ‏﴿۱۶۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬২ : ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

সূরা আশ্ শোয়ারা

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيۡعُوۡنِ‌ۚ ‏﴿۱۶۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬৩ : সুতরাং তােমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর।

সূরা আশ্ শোয়ারা

وَمَاۤ اَسۡــَٔـلُكُمۡ عَلَيۡهِ مِنۡ اَجۡرٍ‌ۚ اِنۡ اَجۡرِىَ اِلَّا عَلٰى رَبِّ الۡعٰلَمِيۡنَ ؕ‏﴿۱۶۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬৪ : ‘আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।

সূরা আশ্ শোয়ারা

اَتَاۡتُوۡنَ الذُّكۡرَانَ مِنَ الۡعٰلَمِيۡنَۙ‏﴿۱۶۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬৫ : ‘বিশ্বজগতের মধ্যে তো তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও,

সূরা আশ্ শোয়ারা

وَ تَذَرُوۡنَ مَا خَلَقَ لَـكُمۡ رَبُّكُمۡ مِّنۡ اَزۡوَاجِكُمۡ‌ؕ بَلۡ اَنۡـتُمۡ قَوۡمٌ عٰدُوۡنَ‏﴿۱۶۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬৬ : ‘এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তাহাদেরকে তোমরা বর্জন করিয়া থাক। তোমরা তো সীমালংঘনকারী সম্প্রদায়।’

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡا لَٮِٕنۡ لَّمۡ تَنۡتَهِ يٰلُوۡطُ لَـتَكُوۡنَنَّ مِنَ الۡمُخۡرَجِيۡنَ‏﴿۱۶۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬৭ : উহারা বলিল, ‘হে লূত ! তুমি যদি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ اِنِّىۡ لِعَمَلِكُمۡ مِّنَ الۡقَالِيۡنَؕ‏﴿۱۶۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬৮ : লূত বলিল, ‘আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি।

সূরা আশ্ শোয়ারা

رَبِّ نَجِّنِىۡ وَاَهۡلِىۡ مِمَّا يَعۡمَلُوۡنَ‏﴿۱۶۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৬৯ : ‘হে আমার প্রতিপালক ! আমাকে এবং আমার পরিবার - পরিজনকে, উহারা যাহা করে, তাহা হইতে রক্ষা কর।

সূরা আশ্ শোয়ারা

فَنَجَّيۡنٰهُ وَ اَهۡلَهٗۤ اَجۡمَعِيۡنَۙ‏﴿۱۷۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭০ : অতঃপর আমি তাহাকে এবং তাহার পরিবার - পরিজন সকলকে রক্ষা করিলাম

সূরা আশ্ শোয়ারা

اِلَّا عَجُوۡزًا فِى الۡغٰبِرِيۡنَ‌ۚ ‏﴿۱۷۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭১ : এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।

সূরা আশ্ শোয়ারা

ثُمَّ دَمَّرۡنَا الۡاٰخَرِيۡنَ‌ۚ‏﴿۱۷۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭২ : অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম।

সূরা আশ্ শোয়ারা

وَاَمۡطَرۡنَا عَلَيۡهِمۡ مَّطَرًا‌ۚ فَسَآءَ مَطَرُ الۡمُنۡذَرِيۡنَ‏﴿۱۷۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭৩ : তাহাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।

সূরা আশ্ শোয়ারা

اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاَيَةً‌  ؕ وَمَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِيۡنَ ‏﴿۱۷۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭৪ : ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ‏﴿۱۷۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭৫ : তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা আশ্ শোয়ারা

كَذَّبَ اَصۡحٰبُ لْئَيۡكَةِ الۡمُرۡسَلِيۡنَ ‌ۖ‌ۚ‏﴿۱۷۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭৬ : আয়কাবাসীরা রাসূলগণকে অস্বীকার করিয়াছিল,

সূরা আশ্ শোয়ারা

اِذۡ قَالَ لَهُمۡ شُعَيۡبٌ اَلَا تَتَّقُوۡنَ‌ۚ‏﴿۱۷۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭৭ : যখন শু‘আয়ব উহাদেরকে বলিয়াছিল, তোমরা কি সাবধান হইবে না?

সূরা আশ্ শোয়ারা

اِنِّىۡ لَـكُمۡ رَسُوۡلٌ اَمِيۡنٌۙ‏﴿۱۷۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭৮ : ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

সূরা আশ্ শোয়ারা

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيۡعُوۡنِ‌ۚ ‏﴿۱۷۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৭৯ : ‘সুতরাং তােমরা আল্লাহ্‌কে ভয় কর ও আমার আনুগত্য কর।

সূরা আশ্ শোয়ারা

وَمَاۤ اَسۡـَٔـــلُكُمۡ عَلَيۡهِ مِنۡ اَجۡرٍ‌ۚ اِنۡ اَجۡرِىَ اِلَّا عَلٰى رَبِّ الۡعٰلَمِيۡنَ ؕ‏﴿۱۸۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮০ : ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না। আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।

সূরা আশ্ শোয়ারা

اَوۡفُوا الۡـكَيۡلَ وَلَا تَكُوۡنُوۡا مِنَ الۡمُخۡسِرِيۡنَ‌ۚ ‏﴿۱۸۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮১ : ‘তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে ; যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না।

সূরা আশ্ শোয়ারা

وَزِنُوۡا بِالۡقِسۡطَاسِ الۡمُسۡتَقِيۡمِ‌ۚ‏﴿۱۸۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮২ : ‘এবং ওজন করিবে সঠিক দাঁড়িপাল্লায়।

সূরা আশ্ শোয়ারা

وَلَا تَبۡخَسُوا النَّاسَ اَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡا فِى الۡاَرۡضِ مُفۡسِدِيۡنَ‌ۚ ‏﴿۱۸۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮৩ : ‘লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না।

সূরা আশ্ শোয়ারা

وَاتَّقُوا الَّذِىۡ خَلَقَكُمۡ وَالۡجِـبِلَّةَ الۡاَوَّلِيۡنَؕ ‏﴿۱۸۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮৪ : ‘এবং ভয় কর তাঁহাকে যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন।’

সূরা আশ্ শোয়ারা

قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مِنَ الۡمُسَحَّرِيۡنَۙ‏﴿۱۸۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮৫ : উহারা বলিল, ‘তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত ;

সূরা আশ্ শোয়ারা

وَمَاۤ اَنۡتَ اِلَّا بَشَرٌ مِّثۡلُـنَا وَ اِنۡ نَّظُنُّكَ لَمِنَ الۡكٰذِبِيۡنَ‌ۚ‏﴿۱۸۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮৬ : ‘তুমি আমাদের মতই একজন মানুষ। আমরা মনে করি, তুমি মিথ্যাবাদীদের অন্যতম।

সূরা আশ্ শোয়ারা

فَاَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنۡ كُنۡتَ مِنَ الصّٰدِقِيۡنَؕ‏﴿۱۸۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮৭ : ‘তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলিয়া দাও।’

সূরা আশ্ শোয়ারা

قَالَ رَبِّىۡۤ اَعۡلَمُ بِمَا تَعۡمَلُوۡنَ‏﴿۱۸۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮৮ : সে বলিল, ‘আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যাহা কর।’

সূরা আশ্ শোয়ারা

فَكَذَّبُوۡهُ فَاَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ الظُّلَّةِ‌ؕ اِنَّهٗ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيۡمٍ‏﴿۱۸۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৮৯ : অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল, পরে উহাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করিল। ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি !

সূরা আশ্ শোয়ারা

اِنَّ فِىۡ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِيۡنَ ‏﴿۱۹۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯০ : ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ‏﴿۱۹۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯১ : এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّهٗ لَـتَنۡزِيۡلُ رَبِّ الۡعٰلَمِيۡنَؕ‏﴿۱۹۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯২ : নিশ্চয়ই আল - কুরআন জগতসমূহের প্রতিপালক হইতে অবতীর্ণ।

সূরা আশ্ শোয়ারা

نَزَلَ بِهِ الرُّوۡحُ الۡاَمِيۡنُۙ‏﴿۱۹۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯৩ : জিব্‌রাঈল ইহা লইয়া অবতরণ করিয়াছে

সূরা আশ্ শোয়ারা

عَلٰى قَلۡبِكَ لِتَكُوۡنَ مِنَ الۡمُنۡذِرِيۡنَۙ‏﴿۱۹۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯৪ : তোমার হৃদয়ে, যাহাতে তুমি সতর্ককারী হইতে পার।

সূরা আশ্ শোয়ারা

بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِيۡنٍؕ‏﴿۱۹۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯৫ : অবতীর্ণ করা হইয়াছে সুস্পষ্ট আরবী ভাষায়।

সূরা আশ্ শোয়ারা

وَاِنَّهٗ لَفِىۡ زُبُرِ الۡاَوَّلِيۡنَ‏﴿۱۹۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯৬ : পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই ইহার উল্লেখ আছে।

সূরা আশ্ শোয়ারা

اَوَلَمۡ يَكُنۡ لَّهُمۡ اٰيَةً اَنۡ يَّعۡلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِىۡۤ اِسۡرَآءِيۡلَؕ ‏﴿۱۹۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯৭ : বনী ইস্‌রাঈলের পণ্ডিতগণ ইহা অবগত আছে - ইহা কি উহাদের জন্য নিদর্শন নহে?

সূরা আশ্ শোয়ারা

وَلَوۡ نَزَّلۡنٰهُ عَلٰى بَعۡضِ الۡاَعۡجَمِيۡنَۙ‏﴿۱۹۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯৮ : আমি যদি ইহা কোন আ‘জামীর প্রতি অবতীর্ণ করিতাম

সূরা আশ্ শোয়ারা

فَقَرَاَهٗ عَلَيۡهِمۡ مَّا كَانُوۡا بِهٖ مُؤۡمِنِيۡنَؕ‏﴿۱۹۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-১৯৯ : এবং উহা সে উহাদের নিকট পাঠ করিত, তবে উহারা উহাতে ঈমান আনিত না ;

সূরা আশ্ শোয়ারা

كَذٰلِكَ سَلَكۡنٰهُ فِىۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِيۡنَؕ‏﴿۲۰۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০০ : এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করিয়াছি।

সূরা আশ্ শোয়ারা

لَا يُؤۡمِنُوۡنَ بِهٖ حَتّٰى يَرَوُا الۡعَذَابَ الۡاَلِيۡمَۙ‏﴿۲۰۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০১ : উহারা ইহাতে ঈমান আনিবে না যতক্ষণ না উহারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করে;

সূরা আশ্ শোয়ারা

فَيَاۡتِيَهُمۡ بَغۡتَةً وَّهُمۡ لَا يَشۡعُرُوۡنَۙ‏﴿۲۰۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০২ : ফলে তাহা উহাদের নিকট আসিয়া পড়িবে আকস্মিকভাবে ; উহারা কিছুই বুঝিতে পারিবে না।

সূরা আশ্ শোয়ারা

فَيَـقُوۡلُوۡا هَلۡ نَحۡنُ مُنۡظَرُوۡنَؕ‏﴿۲۰۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০৩ : তখন উহারা বলিবে, ‘আমাদেরকে কি অবকাশ দেওয়া হইবে?’

সূরা আশ্ শোয়ারা

اَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُوۡنَ‏﴿۲۰۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০৪ : উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায়?

সূরা আশ্ শোয়ারা

اَفَرَءَيۡتَ اِنۡ مَّتَّعۡنٰهُمۡ سِنِيۡنَۙ‏﴿۲۰۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০৫ : তুমি ভাবিয়া দেখ যদি আমি তাহাদেরকে দীর্ঘকাল ভোগ - বিলাস করিতে দেই,

সূরা আশ্ শোয়ারা

ثُمَّ جَآءَهُمۡ مَّا كَانُوۡا يُوۡعَدُوۡنَۙ‏﴿۲۰۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০৬ : এবং পরে উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে,

সূরা আশ্ শোয়ারা

مَاۤ اَغۡنٰى عَنۡهُمۡ مَّا كَانُوۡا يُمَتَّعُوۡنَؕ‏﴿۲۰۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০৭ : তখন উহাদের ভোগ - বিলাসের উপকরণ উহাদের কোন কাজে আসিবে কি?

সূরা আশ্ শোয়ারা

وَمَاۤ اَهۡلَكۡنَا مِنۡ قَرۡيَةٍ اِلَّا لَهَا مُنۡذِرُوۡنَ‌‌‌‌‌ ۛ ‌ۖ  ‏﴿۲۰۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০৮ : আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিল না ;

সূরা আশ্ শোয়ারা

ذِكۡرٰى‌ۛ وَمَا كُنَّا ظٰلِمِيۡنَ‏﴿۲۰۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২০৯ : ইহা উপদেশস্বরূপ, আর আমি অন্যায়াচারী নই,

সূরা আশ্ শোয়ারা

وَمَا تَنَزَّلَتۡ بِهِ الشَّيٰطِيۡنُ‏﴿۲۱۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১০ : শয়তানেরা উহাসহ অবতীর্ণ হয় নাই।

সূরা আশ্ শোয়ারা

وَمَا يَنۡۢبَغِىۡ لَهُمۡ وَمَا يَسۡتَطِيۡعُوۡنَؕ‏﴿۲۱۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১১ : উহারা এই কাজের যোগ্য নয় এবং উহারা ইহার সামর্থ্যও রাখে না।

সূরা আশ্ শোয়ারা

اِنَّهُمۡ عَنِ السَّمۡعِ لَمَعۡزُوۡلُوۡنَؕ‏﴿۲۱۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১২ : উহাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে।

সূরা আশ্ শোয়ারা

فَلَا تَدۡعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوۡنَ مِنَ الۡمُعَذَّبِيۡنَ‌ۚ‏﴿۲۱۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১৩ : অতএব তুমি অন্য কোন ইলাহ্‌কে আল্লাহ্‌র সঙ্গে ডাকিও না, ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে।

সূরা আশ্ শোয়ারা

وَاَنۡذِرۡ عَشِيۡرَتَكَ الۡاَقۡرَبِيۡنَۙ‏﴿۲۱۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১৪ : তোমার নিকট - আত্মীয়বর্গকে সতর্ক করিয়া দাও।

সূরা আশ্ শোয়ারা

وَاخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الۡمُؤۡمِنِيۡنَ‌ۚ‏﴿۲۱۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১৫ : এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মু’মিনদের প্রতি বিনয়ী হও।

সূরা আশ্ শোয়ারা

فَاِنۡ عَصَوۡكَ فَقُلۡ اِنِّىۡ بَرِىۡٓءٌ مِّمَّا تَعۡمَلُوۡنَ‌ۚ‏﴿۲۱۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১৬ : উহারা যদি তোমার অবাধ্যতা করে, তুমি বলিও, ‘তোমরা যাহা কর তাহা হইতে আমি দায়মুক্ত।’

সূরা আশ্ শোয়ারা

وَتَوَكَّلۡ عَلَى الۡعَزِيۡزِ الرَّحِيۡمِۙ‏﴿۲۱۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১৭ : তুমি নির্ভর কর পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহ্‌র উপর,

সূরা আশ্ শোয়ারা

الَّذِىۡ يَرٰٮكَ حِيۡنَ تَقُوۡمُۙ‏﴿۲۱۸﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১৮ : যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও,

সূরা আশ্ শোয়ারা

وَتَقَلُّبَكَ فِى السّٰجِدِيۡنَ ‏﴿۲۱۹﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২১৯ : এবং দেখেন সিজ্‌দাকারীদের সঙ্গে তোমার উঠাবসা।

সূরা আশ্ শোয়ারা

اِنَّهٗ هُوَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُ‏﴿۲۲۰﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২২০ : তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

সূরা আশ্ শোয়ারা

هَلۡ اُنَبِّئُكُمۡ عَلٰى مَنۡ تَنَزَّلُ الشَّيٰـطِيۡنُؕ‏﴿۲۲۱﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২২১ : তোমাদেরকে কি আমি জানাইব কাহার নিকট শয়তানরা অবতীর্ণ হয়?

সূরা আশ্ শোয়ারা

تَنَزَّلُ عَلٰى كُلِّ اَفَّاكٍ اَثِيۡمٍۙ‏﴿۲۲۲﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২২২ : উহারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট।

সূরা আশ্ শোয়ারা

يُّلۡقُوۡنَ السَّمۡعَ وَاَكۡثَرُهُمۡ كٰذِبُوۡنَؕ ‏﴿۲۲۳﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২২৩ : উহারা কান পাতিয়া থাকে এবং উহাদের অধিকাংশই মিথ্যাবাদী।

সূরা আশ্ শোয়ারা

وَالشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ الۡغَاوٗنَؕ‏﴿۲۲۴﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২২৪ : এবং কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তরাই।

সূরা আশ্ শোয়ারা

اَلَمۡ تَرَ اَنَّهُمۡ فِىۡ كُلِّ وَادٍ يَّهِيۡمُوۡنَۙ‏﴿۲۲۵﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২২৫ : তুমি কি দেখ না উহারা উদ্‌ভ্রান্ত হইয়া প্রত্যেক উপত্যকায় ঘুরিয়া বেড়ায়?

সূরা আশ্ শোয়ারা

وَاَنَّهُمۡ يَقُوۡلُوۡنَ مَا لَا يَفۡعَلُوۡنَۙ‏﴿۲۲۶﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২২৬ : এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না।

সূরা আশ্ শোয়ারা

اِلَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِيۡرًا وَّانْتَصَرُوۡا مِنۡۢ بَعۡدِ مَا ظُلِمُوۡا‌ ؕ وَسَيَـعۡلَمُ الَّذِيۡنَ ظَلَمُوۡۤا اَىَّ مُنۡقَلَبٍ يَّـنۡقَلِبُوۡنَ ‏﴿۲۲۷﴾

সূরা আশ্ শোয়ারা

২৬-২২৭ : কিন্তু উহারা ব্যতীত, যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহ্‌কে অধিক স্মরণ করে ও অত্যাচারিত হইবার পর প্রতিশোধ গ্রহণ করে। অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন্ স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে।