সূরা আল ফীল

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আল ফীল

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

সূরা আল ফীল

اَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِاَصۡحٰبِ الۡفِيۡلِؕ‏﴿۱﴾

সূরা আল ফীল

১০৫-১ : তুমি কি দেখ নাই, তোমার প্রতিপালক হস্তী - অধিপতিদের প্রতি কী করিয়াছিলেন?

সূরা আল ফীল

اَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِىۡ تَضۡلِيۡلٍۙ‏﴿۲﴾

সূরা আল ফীল

১০৫-২ : তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই?

সূরা আল ফীল

وَّاَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا اَبَابِيۡلَۙ‏﴿۳﴾

সূরা আল ফীল

১০৫-৩ : উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন,

সূরা আল ফীল

تَرۡمِيۡهِمۡ بِحِجَارَةٍ مِّنۡ سِجِّيۡلٍۙ‏﴿۴﴾

সূরা আল ফীল

১০৫-৪ : যাহারা উহাদের উপর প্রস্তর - কংকর নিক্ষেপ করে।

সূরা আল ফীল

فَجَعَلَهُمۡ كَعَصۡفٍ مَّاۡكُوۡلٍ‏﴿۵﴾

সূরা আল ফীল

১০৫-৫ : অতঃপর তিনি উহাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করেন।