আয়াত ১৩সংরক্ষণ#৭৫-১৩ : সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী পশ্চাতে রাখিয়া গিয়াছে।
আয়াত ৩৮সংরক্ষণ#৭৫-৩৮ : অতঃপর সে ‘আল আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ্ তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।