আয়াত ৫সংরক্ষণ#اَلشَّمۡسُ وَالۡقَمَرُ بِحُسۡبَانٍ﴿۵﴾৫৫-৫ : সূর্য ও চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে,
আয়াত ৬সংরক্ষণ#وَّالنَّجۡمُ وَالشَّجَرُ يَسۡجُدٰنِ ﴿۶﴾৫৫-৬ : নক্ষত্ররাজী ও বৃক্ষাদি তাঁহারই সিজ্দায় রত রহিয়াছে,
আয়াত ৭সংরক্ষণ#وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الۡمِيۡزَانَۙ﴿۷﴾৫৫-৭ : তিনি আকাশকে করিয়াছেন সম্মুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড,
আয়াত ৯সংরক্ষণ#وَاَقِيۡمُوا الۡوَزۡنَ بِالۡقِسۡطِ وَلَا تُخۡسِرُوا الۡمِيۡزَانَ ﴿۹﴾৫৫-৯ : ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না।
আয়াত ১০সংরক্ষণ#وَالۡاَرۡضَ وَضَعَهَا لِلۡاَنَامِۙ﴿۱۰﴾৫৫-১০ : তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য;
আয়াত ১১সংরক্ষণ#فِيۡهَا فَاكِهَةٌ ۙ وَّالنَّخۡلُ ذَاتُ الۡاَكۡمَامِ ۖ﴿۱۱﴾৫৫-১১ : ইহাতে রহিয়াছে ফলমূল এবং খর্জুর বৃক্ষ যাহার ফল আবরণযুক্ত,
আয়াত ১২সংরক্ষণ#وَالۡحَبُّ ذُو الۡعَصۡفِ وَالرَّيۡحَانُۚ ﴿۱۲﴾৫৫-১২ : এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল।
আয়াত ১৩সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۱۳﴾৫৫-১৩ : অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ১৪সংরক্ষণ#خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ كَالۡفَخَّارِۙ﴿۱۴﴾৫৫-১৪ : মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মত শুষ্ক মৃত্তিকা হইতে,
আয়াত ১৫সংরক্ষণ#وَخَلَقَ الۡجَآنَّ مِنۡ مَّارِجٍ مِّنۡ نَّارٍۚ﴿۱۵﴾৫৫-১৫ : এবং আল জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধূম অগ্নিশিখা হইতে।
আয়াত ১৬সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۱۶﴾৫৫-১৬ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ১৭সংরক্ষণ#رَبُّ الۡمَشۡرِقَيۡنِ وَ رَبُّ الۡمَغۡرِبَيۡنِۚ﴿۱۷﴾৫৫-১৭ : তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা।
আয়াত ১৮সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۱۸﴾৫৫-১৮ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ১৯সংরক্ষণ#مَرَجَ الۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيٰنِۙ﴿۱۹﴾৫৫-১৯ : তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয়,
আয়াত ২০সংরক্ষণ#بَيۡنَهُمَا بَرۡزَخٌ لَّا يَبۡغِيٰنِۚ﴿۲۰﴾৫৫-২০ : কিন্তু উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না।
আয়াত ২১সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۲۱﴾৫৫-২১ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ২২সংরক্ষণ#يَخۡرُجُ مِنۡهُمَا اللُّـؤۡلُـؤُ وَالۡمَرۡجَانُۚ﴿۲۲﴾৫৫-২২ : উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল।
আয়াত ২৩সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۲۳﴾৫৫-২৩ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ২৪সংরক্ষণ#وَلَهُ الۡجَوَارِ الۡمُنۡشَئٰتُ فِى الۡبَحۡرِ كَالۡاَعۡلَامِۚ ﴿۲۴﴾৫৫-২৪ : সমুদ্রে বিচরণশীল পর্বতপ্রমাণ নৌযানসমূহ তাঁহারই নিয়ন্ত্রণাধীন;
আয়াত ২৫সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ﴿۲۵﴾৫৫-২৫ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ২৭সংরক্ষণ#وَّيَبۡقٰى وَجۡهُ رَبِّكَ ذُو الۡجَلٰلِ وَالۡاِكۡرَامِۚ ﴿۲۷﴾৫৫-২৭ : অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমময়, মহানুভব;
আয়াত ২৮সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۲۸﴾৫৫-২৮ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ২৯সংরক্ষণ#يَسۡـَٔـلُهٗ مَنۡ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ كُلَّ يَوۡمٍ هُوَ فِىۡ شَاۡنٍۚ ﴿۲۹﴾৫৫-২৯ : আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহারা আছে সকলেই তাঁহার নিকট প্রার্থী, তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যে রত।
আয়াত ৩০সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۳۰﴾৫৫-৩০ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৩১সংরক্ষণ#سَنَفۡرُغُ لَـكُمۡ اَيُّهَ الثَّقَلٰنِۚ﴿۳۱﴾৫৫-৩১ : হে মানুষ ও আল জিন! আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব,
আয়াত ৩২সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۳۲﴾৫৫-৩২ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৩৩সংরক্ষণ#يٰمَعۡشَرَ الۡجِنِّ وَالۡاِنۡسِ اِنِ اسۡتَطَعۡتُمۡ اَنۡ تَنۡفُذُوۡا مِنۡ اَقۡطَارِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ فَانْفُذُوۡاؕ لَا تَنۡفُذُوۡنَ اِلَّا بِسُلۡطٰنٍۚ ﴿۳۳﴾৫৫-৩৩ : হে আল জিন ও মনুষ্য সম্প্রদায়! আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পার অতিক্রম কর, কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরেকে।
আয়াত ৩৪সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۳۴﴾৫৫-৩৪ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৩৫সংরক্ষণ#يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٌ مِّنۡ نَّارٍ ۙ وَّنُحَاسٌ فَلَا تَنۡتَصِرٰنِۚ﴿۳۵﴾৫৫-৩৫ : তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ, তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না।
আয়াত ৩৬সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۳۶﴾৫৫-৩৬ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৩৭সংরক্ষণ#فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةً كَالدِّهَانِۚ﴿۳۷﴾৫৫-৩৭ : যেই দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত - রঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে;
আয়াত ৩৮সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۳۸﴾৫৫-৩৮ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৩৯সংরক্ষণ#فَيَوۡمَٮِٕذٍ لَّا يُسۡـٴَـلُ عَنۡ ذَنۡۢبِهٖۤ اِنۡسٌ وَّلَا جَآنٌّۚ ﴿۳۹﴾৫৫-৩৯ : সেই দিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে, না আল জিনকে।
আয়াত ৪০সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۴۰﴾৫৫-৪০ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৪১সংরক্ষণ#يُعۡرَفُ الۡمُجۡرِمُوۡنَ بِسِيۡمٰهُمۡ فَيُؤۡخَذُ بِالنَّوَاصِىۡ وَ الۡاَقۡدَامِۚ﴿۴۱﴾৫৫-৪১ : অপরাধীদের পরিচয় পাওয়া যাইবে উহাদের লক্ষণ হইতে, উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুঁটি ও পা ধরিয়া।
আয়াত ৪২সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۴۲﴾৫৫-৪২ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৪৩সংরক্ষণ#هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىۡ يُكَذِّبُ بِهَا الۡمُجۡرِمُوۡنَۘ﴿۴۳﴾৫৫-৪৩ : ইহাই সেই জাহান্নাম, যাহা অপরাধীরা অবিশ্বাস করিত,
আয়াত ৪৪সংরক্ষণ#يَطُوۡفُوۡنَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيۡمٍ اٰنٍۚ﴿۴۴﴾৫৫-৪৪ : উহারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করিবে।
আয়াত ৪৫সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ﴿۴۵﴾৫৫-৪৫ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৪৬সংরক্ষণ#وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِۚ﴿۴۶﴾৫৫-৪৬ : আর যে আল্লাহ্র সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তাহার জন্য রহিয়াছে দুইটি উদ্যান।
আয়াত ৪৭সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ﴿۴۷﴾৫৫-৪৭ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৪৯সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۴۹﴾৫৫-৪৯ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৫০সংরক্ষণ#فِيۡهِمَا عَيۡنٰنِ تَجۡرِيٰنِۚ﴿۵۰﴾৫৫-৫০ : উভয় উদ্যানে রহিয়াছে প্রবহমান দুই প্রস্রবণ;
আয়াত ৫১সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۵۱﴾৫৫-৫১ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৫২সংরক্ষণ#فِيۡهِمَا مِنۡ كُلِّ فَاكِهَةٍ زَوۡجٰنِۚ﴿۵۲﴾৫৫-৫২ : উভয় উদ্যানে রহিয়াছে প্রত্যেক ফল দুই দুই প্রকার।
আয়াত ৫৩সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۵۳﴾৫৫-৫৩ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৫৪সংরক্ষণ#مُتَّكِـــِٕيۡنَ عَلٰى فُرُشٍۢ بَطَآٮِٕنُهَا مِنۡ اِسۡتَبۡرَقٍؕ وَجَنَی الۡجَـنَّتَيۡنِ دَانٍۚ﴿۵۴﴾৫৫-৫৪ : সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরু রেশমের আস্তরবিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী।
আয়াত ৫৫সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۵۵﴾৫৫-৫৫ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৫৬সংরক্ষণ#فِيۡهِنَّ قٰصِرٰتُ الطَّرۡفِۙ لَمۡ يَطۡمِثۡهُنَّ اِنۡسٌ قَبۡلَهُمۡ وَلَا جَآنٌّۚ﴿۵۶﴾৫৫-৫৬ : সেই সকলের মাঝে রহিয়াছে বহু আনতনয়না, যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা আল জিন স্পর্শ করে নাই।
আয়াত ৫৭সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۚ﴿۵۷﴾৫৫-৫৭ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৫৯সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۵۹﴾৫৫-৫৯ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৬০সংরক্ষণ#هَلۡ جَزَآءُ الْاِحۡسَانِ اِلَّا الۡاِحۡسَانُۚ﴿۶۰﴾৫৫-৬০ : উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কী হইতে পারে?
আয়াত ৬১সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۶۱﴾৫৫-৬১ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৬২সংরক্ষণ#وَمِنۡ دُوۡنِهِمَا جَنَّتٰنِۚ﴿۶۲﴾৫৫-৬২ : এই উদ্যানদ্বয় ব্যতীত আরও দুইটি উদ্যান রহিয়াছে।
আয়াত ৬৩সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ﴿۶۳﴾৫৫-৬৩ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৬৫সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ﴿۶۵﴾৫৫-৬৫ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৬৭সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۶۷﴾৫৫-৬৭ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৬৮সংরক্ষণ#فِيۡهِمَا فَاكِهَةٌ وَّنَخۡلٌ وَّرُمَّانٌۚ﴿۶۸﴾৫৫-৬৮ : সেখানে রহিয়াছে ফলমূল - খর্জুর ও আনার।
আয়াত ৬৯সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ﴿۶۹﴾৫৫-৬৯ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৭০সংরক্ষণ#فِيۡهِنَّ خَيۡرٰتٌ حِسَانٌۚ﴿۷۰﴾৫৫-৭০ : সেই উদ্যানসমূহের মাঝে রহিয়াছে সুশীলা, সুন্দরীগণ।
আয়াত ৭১সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ﴿۷۱﴾৫৫-৭১ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৭৩সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ﴿۷۳﴾৫৫-৭৩ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৭৪সংরক্ষণ#لَمۡ يَطۡمِثۡهُنَّ اِنۡسٌ قَبۡلَهُمۡ وَلَا جَآنٌّۚ﴿۷۴﴾৫৫-৭৪ : ইহাদেরকে ইতিপূর্বে কোন মানুষ অথবা আল জিন স্পর্শ করে নাই।
আয়াত ৭৫সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۚ﴿۷۵﴾৫৫-৭৫ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৭৬সংরক্ষণ#مُتَّكِــِٕيۡنَ عَلٰى رَفۡرَفٍ خُضۡرٍ وَّعَبۡقَرِىٍّ حِسَانٍۚ﴿۷۶﴾৫৫-৭৬ : উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে।
আয়াত ৭৭সংরক্ষণ#فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۷۷﴾৫৫-৭৭ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?
আয়াত ৭৮সংরক্ষণ#تَبٰـرَكَ اسۡمُ رَبِّكَ ذِى الۡجَـلٰلِ وَالۡاِكۡرَامِ﴿۷۸﴾৫৫-৭৮ : কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিমময় ও মহানুভব!