← সব সূরা
surah099
surah-icon

৯৯. যিলযাল

মাদানী · আয়াত

বিসমিল্লাহ
#
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
আয়াত ১
#
اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَهَا ۙ‏﴿۱﴾
৯৯-১ : পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে,
আয়াত ২
#
وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَهَا ۙ‏﴿۲﴾
৯৯-২ : এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে,
আয়াত ৩
#
وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَهَا‌ ۚ‏﴿۳﴾
৯৯-৩ : এবং মানুষ বলিবে, ‘ইহার কী হইল?’
আয়াত ৪
#
يَوۡمَٮِٕذٍ تُحَدِّثُ اَخۡبَارَهَا ۙ‏﴿۴﴾
৯৯-৪ : সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে,
আয়াত ৫
#
بِاَنَّ رَبَّكَ اَوۡحٰى لَهَا ؕ‏﴿۵﴾
৯৯-৫ : কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন,
আয়াত ৬
#
يَوۡمَٮِٕذٍ يَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۙ لِّيُرَوۡا اَعۡمَالَهُمۡؕ ‏﴿۶﴾
৯৯-৬ : সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখান যায়,
আয়াত ৭
#
فَمَنۡ يَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرًا يَّرَهٗ ؕ‏﴿۷﴾
৯৯-৭ : কেহ অণু পরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে
আয়াত ৮
#
وَمَنۡ يَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏﴿۸﴾
৯৯-৮ : এবং কেহ অণু পরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে।