আয়াত ৩সংরক্ষণ#وَمَا خَلَقَ الذَّكَرَ وَالۡاُنۡثٰٓىۙ﴿۳﴾৯২-৩ : এবং শপথ তাঁহার, যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন -
আয়াত ৮সংরক্ষণ#وَاَمَّا مَنۡۢ بَخِلَ وَاسۡتَغۡنٰىۙ﴿۸﴾৯২-৮ : এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করিলে,
আয়াত ১১সংরক্ষণ#وَمَا يُغۡنِىۡ عَنۡهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ﴿۱۱﴾৯২-১১ : এবং তাহার সম্পদ তাহার কোন কাজে আসিবে না, যখন সে ধ্বংস হইবে।
আয়াত ১৩সংরক্ষণ#وَاِنَّ لَـنَا لَـلۡاٰخِرَةَ وَالۡاُوۡلٰى﴿۱۳﴾৯২-১৩ : আমি তো মালিক পরলোকের ও ইহলোকের।
আয়াত ১৪সংরক্ষণ#فَاَنۡذَرۡتُكُمۡ نَارًا تَلَظّٰىۚ﴿۱۴﴾৯২-১৪ : আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি।
আয়াত ১৫সংরক্ষণ#لَا يَصۡلٰٮهَاۤ اِلَّا الۡاَشۡقَىۙ﴿۱۵﴾৯২-১৫ : উহাতে প্রবেশ করিবে সে - ই, যে নিতান্ত হতভাগ্য,
আয়াত ১৮সংরক্ষণ#الَّذِىۡ يُؤۡتِىۡ مَالَهٗ يَتَزَكّٰىۚ﴿۱۸﴾৯২-১৮ : যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,
আয়াত ১৯সংরক্ষণ#وَمَا لِاَحَدٍ عِنۡدَهٗ مِنۡ نِّعۡمَةٍ تُجۡزٰٓىۙ﴿۱۹﴾৯২-১৯ : এবং তাহার প্রতি কাহারও অনুগ্রহের প্রতিদানে নয়,
আয়াত ২০সংরক্ষণ#اِلَّا ابۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ الۡاَعۡلٰىۚ﴿۲۰﴾৯২-২০ : কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় ;