আয়াত ১সংরক্ষণ#سَبِّحِ اسۡمَ رَبِّكَ الۡاَعۡلَىۙ﴿۱﴾৮৭-১ : তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
আয়াত ৩সংরক্ষণ#وَالَّذِىۡ قَدَّرَ فَهَدٰى ۙ﴿۳﴾৮৭-৩ : এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,
আয়াত ৬সংরক্ষণ#سَنُقۡرِئُكَ فَلَا تَنۡسٰٓىۙ﴿۶﴾৮৭-৬ : নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না,
আয়াত ৭সংরক্ষণ#اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ اِنَّهٗ يَعۡلَمُ الۡجَهۡرَ وَمَا يَخۡفٰىؕ﴿۷﴾৮৭-৭ : আল্লাহ্ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতিত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপন।
আয়াত ১৩সংরক্ষণ#ثُمَّ لَا يَمُوۡتُ فِيۡهَا وَلَا يَحۡيٰىؕ﴿۱۳﴾৮৭-১৩ : অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।
আয়াত ১৪সংরক্ষণ#قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَكّٰىۙ﴿۱۴﴾৮৭-১৪ : নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে।
আয়াত ১৫সংরক্ষণ#وَذَكَرَ اسۡمَ رَبِّهٖ فَصَلّٰى ؕ﴿۱۵﴾৮৭-১৫ : এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে।
আয়াত ১৬সংরক্ষণ#بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا ۖ﴿۱۶﴾৮৭-১৬ : কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,