← সব সূরা
surah087
surah-icon

৮৭. আল আলা

মাক্কী · ১৯ আয়াত

বিসমিল্লাহ
#
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
আয়াত ১
#
سَبِّحِ اسۡمَ رَبِّكَ الۡاَعۡلَىۙ‏﴿۱﴾
৮৭-১ : তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,
আয়াত ২
#
الَّذِىۡ خَلَقَ فَسَوّٰى ۙ‏﴿۲﴾
৮৭-২ : যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন।
আয়াত ৩
#
وَالَّذِىۡ قَدَّرَ فَهَدٰى ۙ‏﴿۳﴾
৮৭-৩ : এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,
আয়াত ৪
#
وَالَّذِىۡۤ اَخۡرَجَ الۡمَرۡعٰى ۙ‏﴿۴﴾
৮৭-৪ : এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন,
আয়াত ৫
#
فَجَعَلَهٗ غُثَآءً اَحۡوٰىؕ‏﴿۵﴾
৮৭-৫ : পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন।
আয়াত ৬
#
سَنُقۡرِئُكَ فَلَا تَنۡسٰٓىۙ‏﴿۶﴾
৮৭-৬ : নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না,
আয়াত ৭
#
اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌ؕ اِنَّهٗ يَعۡلَمُ الۡجَهۡرَ وَمَا يَخۡفٰىؕ‏﴿۷﴾
৮৭-৭ : আল্লাহ্‌ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতিত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপন।
আয়াত ৮
#
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرٰى ‌ۖ‌ۚ‏﴿۸﴾
৮৭-৮ : আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।
আয়াত ৯
#
فَذَكِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّكۡرٰىؕ‏﴿۹﴾
৮৭-৯ : উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও;
আয়াত ১০
#
سَيَذَّكَّرُ مَنۡ يَّخۡشٰىۙ‏﴿۱۰﴾
৮৭-১০ : যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে।
আয়াত ১১
#
وَيَتَجَنَّبُهَا الۡاَشۡقَىۙ‏﴿۱۱﴾
৮৭-১১ : আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য,
আয়াত ১২
#
الَّذِىۡ يَصۡلَى النَّارَ الۡكُبۡرٰى‌ۚ‏﴿۱۲﴾
৮৭-১২ : যে মহাঅগ্নিতে প্রবেশ করিবে,
আয়াত ১৩
#
ثُمَّ لَا يَمُوۡتُ فِيۡهَا وَلَا يَحۡيٰىؕ‏﴿۱۳﴾
৮৭-১৩ : অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।
আয়াত ১৪
#
قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَكّٰىۙ‏﴿۱۴﴾
৮৭-১৪ : নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে।
আয়াত ১৫
#
وَذَكَرَ اسۡمَ رَبِّهٖ فَصَلّٰى‌ ؕ‏﴿۱۵﴾
৮৭-১৫ : এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে।
আয়াত ১৬
#
بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا ۖ‏﴿۱۶﴾
৮৭-১৬ : কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,
আয়াত ১৭
#
وَالۡاٰخِرَةُ خَيۡرٌ وَّ اَبۡقٰىؕ‏﴿۱۷﴾
৮৭-১৭ : অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী।
আয়াত ১৮
#
اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الۡاُوۡلٰىۙ ‏﴿۱۸﴾
৮৭-১৮ : ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে
আয়াত ১৯
#
صُحُفِ اِبۡرٰهِيۡمَ وَمُوۡسٰى‏﴿۱۹﴾
৮৭-১৯ : ইব্‌রাহীম ও মূসার গ্রন্থে।