← সব সূরা
surah081
surah-icon

৮১. আত্ তাকভীর

মাক্কী · ২৯ আয়াত

বিসমিল্লাহ
#
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
আয়াত ১
#
৮১-১ : সূর্যকে যখন নিষ্প্রভ করা হইবে,
আয়াত ২
#
৮১-২ : যখন নক্ষত্ররাজি খসিয়া পড়িবে,
আয়াত ৩
#
৮১-৩ : পর্বতসমূহকে যখন চলমান করা হইবে,
আয়াত ৪
#
৮১-৪ : যখন পূর্ণ - গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হইবে,
আয়াত ৫
#
৮১-৫ : যখন বন্য পশু একত্র করা হইবে,
আয়াত ৬
#
৮১-৬ : সমুদ্র যখন স্ফীত করা হইবে,
আয়াত ৭
#
৮১-৭ : দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হইবে,
আয়াত ৮
#
৮১-৮ : যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হইবে,
আয়াত ৯
#
৮১-৯ : কী অপরাধে উহাকে হত্যা করা হইয়াছিল?
আয়াত ১০
#
৮১-১০ : যখন ‘আমলনামা উন্মোচিত হইবে,
আয়াত ১১
#
৮১-১১ : যখন আকাশের আবরণ অপসারিত হইবে,
আয়াত ১২
#
৮১-১২ : জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে,
আয়াত ১৩
#
৮১-১৩ : এবং জান্নাত যখন সমীপবর্তী করা হইবে,
আয়াত ১৪
#
৮১-১৪ : তখন প্রত্যেক ব্যক্তিই জানিবে সে কী লইয়া আসিয়াছে।
আয়াত ১৫
#
৮১-১৫ : আমি শপথ করি পশ্চাদপসরণকারী নক্ষত্রের,
আয়াত ১৬
#
৮১-১৬ : যাহা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়,
আয়াত ১৭
#
৮১-১৭ : শপথ নিশার যখন উহার অবসান হয়
আয়াত ১৮
#
৮১-১৮ : আর ঊষার, যখন উহার আবির্ভাব হয়,
আয়াত ১৯
#
৮১-১৯ : নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী
আয়াত ২০
#
৮১-২০ : যে সামর্থ্যশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন,
আয়াত ২১
#
৮১-২১ : যাহাকে সেখানে মান্য করা হয়, যে বিশ্বাসভাজন।
আয়াত ২২
#
৮১-২২ : আর তোমাদের সাথী উন্মাদ নয়,
আয়াত ২৩
#
৮১-২৩ : সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে,
আয়াত ২৪
#
৮১-২৪ : সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয়।
আয়াত ২৫
#
৮১-২৫ : এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নয়।
আয়াত ২৬
#
৮১-২৬ : সুতরাং তোমরা কোথায় চলিয়াছ?
আয়াত ২৭
#
৮১-২৭ : ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ,
আয়াত ২৮
#
৮১-২৮ : তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চায়, তাহার জন্য।
আয়াত ২৯
#
৮১-২৯ : তোমরা ইচ্ছা করিবে না যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌ ইচ্ছা না করেন।