আয়াত ১সংরক্ষণ#اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَۙ﴿۱﴾১-১ : সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্রই,
আয়াত ৪সংরক্ষণ#اِيَّاكَ نَعۡبُدُ وَاِيَّاكَ نَسۡتَعِيۡنُؕ﴿۴﴾১-৪ : আমরা শুধু তোমারই ‘ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি,
আয়াত ৬সংরক্ষণ#صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ ۙ ﴿۶﴾১-৬ : তাহাদের পথ, যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ,
আয়াত ৭সংরক্ষণ#غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَلَا الضَّآلِّيۡنَ ﴿۷﴾১-৭ : তাহাদের পথ নহে যাহারা ক্রোধ - নিপতিত ও পথভ্রষ্ট।