সূরা আল ইনশিরাহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আল ইনশিরাহ

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

সূরা আল ইনশিরাহ

اَلَمۡ نَشۡرَحۡ لَـكَ صَدۡرَكَۙ‏﴿۱﴾

সূরা আল ইনশিরাহ

৯৪-১ : আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়া দেই নাই?

সূরা আল ইনশিরাহ

وَوَضَعۡنَا عَنۡكَ وِزۡرَكَۙ‏﴿۲﴾

সূরা আল ইনশিরাহ

৯৪-২ : আমি অপসারণ করিয়াছি তোমার ভার,

সূরা আল ইনশিরাহ

الَّذِىۡۤ اَنۡقَضَ ظَهۡرَكَۙ‏﴿۳﴾

সূরা আল ইনশিরাহ

৯৪-৩ : যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক,

সূরা আল ইনশিরাহ

وَرَفَعۡنَا لَـكَ ذِكۡرَكَؕ‏﴿۴﴾

সূরা আল ইনশিরাহ

৯৪-৪ : এবং আমি তোমার খ্যাতিকে উচ্চমর্যাদা দান করিয়াছি।

সূরা আল ইনশিরাহ

فَاِنَّ مَعَ الۡعُسۡرِ يُسۡرًا ۙ‏﴿۵﴾

সূরা আল ইনশিরাহ

৯৪-৫ : কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে,

সূরা আল ইনশিরাহ

اِنَّ مَعَ الۡعُسۡرِ يُسۡرًا ؕ‏﴿۶﴾

সূরা আল ইনশিরাহ

৯৪-৬ : অবশ্য কষ্টের সঙ্গেই স্বস্তি আছে।

সূরা আল ইনশিরাহ

فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡۙ ‏﴿۷﴾

সূরা আল ইনশিরাহ

৯৪-৭ : অতএব তুমি যখনই অবসর পাও একান্তে ‘ইবাদত করিও।

সূরা আল ইনশিরাহ

وَاِلٰى رَبِّكَ فَارۡغَب‏﴿۸﴾

সূরা আল ইনশিরাহ

৯৪-৮ : এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও।