সূরা আল মুরসালাত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আল মুরসালাত

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

সূরা আল মুরসালাত

وَالۡمُرۡسَلٰتِ عُرۡفًا ۙ‏﴿۱﴾

সূরা আল মুরসালাত

৭৭-১ : শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,

সূরা আল মুরসালাত

فَالۡعٰصِفٰتِ عَصۡفًا ۙ‏﴿۲﴾

সূরা আল মুরসালাত

৭৭-২ : আর প্রলয়ঙ্করী ঝটিকার,

সূরা আল মুরসালাত

وَّالنّٰشِرٰتِ نَشۡرًا ۙ‏﴿۳﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩ : শপথ সঞ্চালনকারী বায়ুর,

সূরা আল মুরসালাত

فَالۡفٰرِقٰتِ فَرۡقًا ۙ‏﴿۴﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪ : আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর,

সূরা আল মুরসালাত

فَالۡمُلۡقِيٰتِ ذِكۡرًا ۙ‏﴿۵﴾

সূরা আল মুরসালাত

৭৭-৫ : এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ -

সূরা আল মুরসালাত

عُذۡرًا اَوۡ نُذۡرًا ۙ‏﴿۶﴾

সূরা আল মুরসালাত

৭৭-৬ : ওযর - আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য।

সূরা আল মুরসালাত

اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَوَاقِعٌ ؕ‏﴿۷﴾

সূরা আল মুরসালাত

৭৭-৭ : নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবশ্যম্ভাবী।

সূরা আল মুরসালাত

فَاِذَا النُّجُوۡمُ طُمِسَتۡۙ‏﴿۸﴾

সূরা আল মুরসালাত

৭৭-৮ : যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে,

সূরা আল মুরসালাত

وَ اِذَا السَّمَآءُ فُرِجَتۡۙ‏﴿۹﴾

সূরা আল মুরসালাত

৭৭-৯ : যখন আকাশ বিদীর্ণ হইবে

সূরা আল মুরসালাত

وَاِذَا الۡجِبَالُ نُسِفَتۡۙ‏﴿۱۰﴾

সূরা আল মুরসালাত

৭৭-১০ : এবং যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত হইবে

সূরা আল মুরসালাত

وَاِذَا الرُّسُلُ اُقِّتَتۡؕ‏﴿۱۱﴾

সূরা আল মুরসালাত

৭৭-১১ : এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে,

সূরা আল মুরসালাত

لِاَىِّ يَوۡمٍ اُجِّلَتۡؕ‏﴿۱۲﴾

সূরা আল মুরসালাত

৭৭-১২ : এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন্ দিবসের জন্য?

সূরা আল মুরসালাত

لِيَوۡمِ الۡفَصۡلِ‌ۚ‏﴿۱۳﴾

সূরা আল মুরসালাত

৭৭-১৩ : বিচার দিবসের জন্য।

সূরা আল মুরসালাত

وَمَاۤ اَدۡرٰٮكَ مَا يَوۡمُ الۡفَصۡلِؕ‏﴿۱۴﴾

সূরা আল মুরসালাত

৭৭-১৪ : বিচার দিবস সম্বন্ধে তুমি কী জান?

সূরা আল মুরসালাত

وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ‏﴿۱۵﴾

সূরা আল মুরসালাত

৭৭-১৫ : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সূরা আল মুরসালাত

اَلَمۡ نُهۡلِكِ الۡاَوَّلِيۡنَؕ‏﴿۱۶﴾

সূরা আল মুরসালাত

৭৭-১৬ : আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই?

সূরা আল মুরসালাত

ثُمَّ نُتۡبِعُهُمُ الۡاٰخِرِيۡنَ‏﴿۱۷﴾

সূরা আল মুরসালাত

৭৭-১৭ : অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব।

সূরা আল মুরসালাত

كَذٰلِكَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِيۡنَ‏﴿۱۸﴾

সূরা আল মুরসালাত

৭৭-১৮ : অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি।

সূরা আল মুরসালাত

وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ‏﴿۱۹﴾

সূরা আল মুরসালাত

৭৭-১৯ : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সূরা আল মুরসালাত

اَلَمۡ نَخۡلُقۡكُّمۡ مِّنۡ مَّآءٍ مَّهِيۡنٍۙ‏﴿۲۰﴾

সূরা আল মুরসালাত

৭৭-২০ : আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই?

সূরা আল মুরসালাত

فَجَعَلۡنٰهُ فِىۡ قَرَارٍ مَّكِيۡنٍۙ‏﴿۲۱﴾

সূরা আল মুরসালাত

৭৭-২১ : অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে,

সূরা আল মুরসালাত

اِلٰى قَدَرٍ مَّعۡلُوۡمٍۙ‏﴿۲۲﴾

সূরা আল মুরসালাত

৭৭-২২ : এক নির্দিষ্ট কাল পর্যন্ত,

সূরা আল মুরসালাত

فَقَدَرۡنَا ۖ فَنِعۡمَ الۡقٰدِرُوۡنَ‏﴿۲۳﴾

সূরা আল মুরসালাত

৭৭-২৩ : অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা!

সূরা আল মুরসালাত

وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ‏﴿۲۴﴾

সূরা আল মুরসালাত

৭৭-২৪ : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সূরা আল মুরসালাত

اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ كِفَاتًا ۙ‏﴿۲۵﴾

সূরা আল মুরসালাত

৭৭-২৫ : আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারীরূপে,

সূরা আল মুরসালাত

اَحۡيَآءً وَّاَمۡوَاتًا ۙ‏﴿۲۶﴾

সূরা আল মুরসালাত

৭৭-২৬ : জীবিত ও মৃতের জন্য?

সূরা আল মুরসালাত

وَّجَعَلۡنَا فِيۡهَا رَوَاسِىَ شٰمِخٰتٍ وَّ اَسۡقَيۡنٰكُمۡ مَّآءً فُرَاتًا ؕ‏﴿۲۷﴾

সূরা আল মুরসালাত

৭৭-২৭ : আমি উহাতে স্থাপন করিয়াছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি।

সূরা আল মুরসালাত

وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ‏﴿۲۸﴾

সূরা আল মুরসালাত

৭৭-২৮ : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সূরা আল মুরসালাত

اِنْطَلِقُوۡۤا اِلٰى مَا كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَ‌ۚ‏﴿۲۹﴾

সূরা আল মুরসালাত

৭৭-২৯ : তোমরা যাহাকে অস্বীকার করিতে, চল তাহারই দিকে।

সূরা আল মুরসালাত

اِنْطَلِقُوۡۤا اِلٰى ظِلٍّ ذِىۡ ثَلٰثِ شُعَبٍۙ‏﴿۳۰﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩০ : চল তিন শাখাবিশিষ্ট ছায়ার দিকে,

সূরা আল মুরসালাত

لَّا ظَلِيۡلٍ وَّلَا يُغۡنِىۡ مِنَ اللَّهَبِؕ‏﴿۳۱﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩১ : যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিখা হইতে,

সূরা আল মুরসালাত

اِنَّهَا تَرۡمِىۡ بِشَرَرٍ كَالۡقَصۡرِ‌ۚ‏﴿۳۲﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩২ : ইহা উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,

সূরা আল মুরসালাত

كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفۡرٌ ؕ‏﴿۳۳﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩৩ : উহা পীতবর্ণ উষ্ট্রশ্রেণী সদৃশ,

সূরা আল মুরসালাত

وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ‏﴿۳۴﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩৪ : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সূরা আল মুরসালাত

هٰذَا يَوۡمُ لَا يَنۡطِقُوۡنَۙ‏﴿۳۵﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩৫ : ইহা এমন একদিন যেদিন কাহারও বাকস্ফূর্তি হইবে না,

সূরা আল মুরসালাত

وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَـعۡتَذِرُوۡنَ‏﴿۳۶﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩৬ : এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওযর পেশ করার।

সূরা আল মুরসালাত

وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ‏﴿۳۷﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩৭ : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সূরা আল মুরসালাত

هٰذَا يَوۡمُ الۡفَصۡلِ‌ۚ جَمَعۡنٰكُمۡ وَالۡاَوَّلِيۡنَ‏﴿۳۸﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩৮ : ‘ইহাই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।’

সূরা আল মুরসালাত

فَاِنۡ كَانَ لَـكُمۡ كَيۡدٌ فَكِيۡدُوۡنِ‏﴿۳۹﴾

সূরা আল মুরসালাত

৭৭-৩৯ : তোমাদের কোন কৌশল থাকিলে তাহা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।

সূরা আল মুরসালাত

وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ‏﴿۴۰﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪০ : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সূরা আল মুরসালাত

اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ ظِلٰلٍ وَّعُيُوۡنٍۙ‏﴿۴۱﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪১ : অবশ্যই মুত্তাকীরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণবহুল স্থানে,

সূরা আল মুরসালাত

وَّفَوَاكِهَ مِمَّا يَشۡتَهُوۡنَؕ‏﴿۴۲﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪২ : তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।

সূরা আল মুরসালাত

كُلُوۡا وَاشۡرَبُوۡا هَنِيْٓئًا ۢ بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ‏﴿۴۳﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪৩ : ‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার কর।’

সূরা আল মুরসালাত

اِنَّا كَذٰلِكَ نَجۡزِى الۡمُحۡسِنِيۡنَ ‏﴿۴۴﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪৪ : এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।

সূরা আল মুরসালাত

وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ‏﴿۴۵﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪৫ : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সূরা আল মুরসালাত

كُلُوۡا وَتَمَتَّعُوۡا قَلِيۡلًا اِنَّكُمۡ مُّجۡرِمُوۡنَ‏﴿۴۶﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪৬ : তোমরা আহার কর এবং ভোগ করিয়া লও অল্প কিছু দিন, তোমরা তো অপরাধী।

সূরা আল মুরসালাত

وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ‏﴿۴۷﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪৭ : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সূরা আল মুরসালাত

وَاِذَا قِيۡلَ لَهُمُ ارۡكَعُوۡا لَا يَرۡكَعُوۡنَ‏﴿۴۸﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪৮ : যখন উহাদেরকে বলা হয়, ‘আল্লাহ্‌র প্রতি নত হও’ উহারা নত হয় না।

সূরা আল মুরসালাত

وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَ‏﴿۴۹﴾

সূরা আল মুরসালাত

৭৭-৪৯ : সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সূরা আল মুরসালাত

فَبِاَىِّ حَدِيۡثٍۢ بَعۡدَهٗ يُؤۡمِنُوۡنَ‏﴿۵۰﴾

সূরা আল মুরসালাত

৭৭-৫০ : সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় বিশ্বাস স্থাপন করিবে?