সূরা আল কিয়ামা

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আল কিয়ামা

৭৫-১ : আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের,

সূরা আল কিয়ামা

৭৫-২ : আরও শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার।

সূরা আল কিয়ামা

৭৫-৩ : মানুষ কি মনে করে যে, আমি তাহার অস্থিসমূহ একত্র করিতে পারিব না?

সূরা আল কিয়ামা

৭৫-৪ : বস্তুত আমি উহার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনবিন্যস্ত করিতে সক্ষম।

সূরা আল কিয়ামা

৭৫-৫ : তবুও মানুষ তাহার ভবিষ্যতেও পাপাচার করিতে চায়।

সূরা আল কিয়ামা

৭৫-৬ : সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামত দিবস আসিবে?’

সূরা আল কিয়ামা

৭৫-৭ : যখন চক্ষু স্থির হইয়া যাইবে,

সূরা আল কিয়ামা

৭৫-৮ : এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন,

সূরা আল কিয়ামা

৭৫-৯ : যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে -

সূরা আল কিয়ামা

৭৫-১০ : সেদিন - মানুষ বলিবে, ‘আজ পালাইবার স্থান কোথায়?’

সূরা আল কিয়ামা

৭৫-১১ : না, কোন আশ্রয়স্থল নাই।

সূরা আল কিয়ামা

৭৫-১২ : সেদিন ঠাঁই হইবে তোমার প্রতিপালকেরই নিকট।

সূরা আল কিয়ামা

৭৫-১৩ : সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী পশ্চাতে রাখিয়া গিয়াছে।

সূরা আল কিয়ামা

৭৫-১৪ : বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত,

সূরা আল কিয়ামা

৭৫-১৫ : যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।

সূরা আল কিয়ামা

৭৫-১৬ : তাড়াতাড়ি ওহী আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সঙ্গে সঞ্চালন করিও না।

সূরা আল কিয়ামা

৭৫-১৭ : ইহা সংরক্ষণ ও পাঠ করাইবার দায়িত্ব আমারই।

সূরা আল কিয়ামা

৭৫-১৮ : সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ কর,

সূরা আল কিয়ামা

৭৫-১৯ : অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।

সূরা আল কিয়ামা

৭৫-২০ : না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালবাস;

সূরা আল কিয়ামা

৭৫-২১ : এবং আখিরাতকে উপেক্ষা কর।

সূরা আল কিয়ামা

৭৫-২২ : সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হইবে,

সূরা আল কিয়ামা

৭৫-২৩ : তাহারা তাহাদের প্রতিপালকের দিকে তাকাইয়া থাকিবে।

সূরা আল কিয়ামা

৭৫-২৪ : কোন কোন মুখমণ্ডল হইয়া পড়িবে বিবর্ণ,

সূরা আল কিয়ামা

৭৫-২৫ : আশংকা করিবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে।

সূরা আল কিয়ামা

৭৫-২৬ : কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হইবে,

সূরা আল কিয়ামা

৭৫-২৭ : এবং বলা হইবে, ‘কে তাহাকে রক্ষা করিবে?’

সূরা আল কিয়ামা

৭৫-২৮ : তখন তাহার প্রত্যয় হইবে যে, ইহা বিদায়ক্ষণ।

সূরা আল কিয়ামা

৭৫-২৯ : এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে।

সূরা আল কিয়ামা

৭৫-৩০ : সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যানীত হইবে।

সূরা আল কিয়ামা

৭৫-৩১ : সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই।

সূরা আল কিয়ামা

৭৫-৩২ : বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল।

সূরা আল কিয়ামা

৭৫-৩৩ : অতঃপর সে তাহার পরিবার - পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভভরে,

সূরা আল কিয়ামা

৭৫-৩৪ : দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ!

সূরা আল কিয়ামা

৭৫-৩৫ : আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ!

সূরা আল কিয়ামা

৭৫-৩৬ : মানুষ কি মনে করে যে, তাহাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে?

সূরা আল কিয়ামা

৭৫-৩৭ : সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না?

সূরা আল কিয়ামা

৭৫-৩৮ : অতঃপর সে ‘আল আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ্‌ তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।

সূরা আল কিয়ামা

৭৫-৩৯ : অতঃপর তিনি তাহা হইতে সৃষ্টি করেন যুগল - নর ও নারী।

সূরা আল কিয়ামা

৭৫-৪০ : তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করিতে সক্ষম নয়?